এক জন মাও.---অনেক টাকা ও তার ফতওয়া!!
লিখেছেন লিখেছেন আবুনাকিব ২৪ মার্চ, ২০১৩, ০১:০৪:৪১ দুপুর
এক জন মাওলানা!(পাঠকের বিবেচ্য,সুবিধাবাদী,ধর্মব্যবসায়ী,জঙ্গী,দুর্নিতি গ্রস্থ----------------) তিনি সব পারেন। শাহবাগে যান, আবার তাদের বিপক্ষে মতিঝিলে অনেক টাকা নিয়ে করা তার মহাসমাবেশ(?)সুপার ফ্লপ করেছে।বাহ! কি সুন্দর ও আজব। শাহবাগের দাবী ও মতিঝিলের দাবী এক ও অভিন্নও বটে। তিনি ফতওয়া দেন ইসলামী ব্যাংকে টাকা রাখা হারাম!!মজার ব্যাপার হলো তিনিও ইসলামী ব্যাংকে টাকা রাখেন। সরকারের ও এই মাওলানার জন্য শিক্ষা হলো-টাকা ও সুযোগ সুবিধায় সব হলেও ইসলাম ও তাওহীদি জনতাকে কেনা যায় না। মহান আল্লাহ আমাদেরকে সত্য বুঝার ও মেনে চলার তৌফিক দিন।
বিষয়: বিবিধ
১৩৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন