আব্দুল কাদের মোল্লার ফাঁসি, তো কি হলো?

লিখেছেন লিখেছেন আবুনাকিব ১৭ ডিসেম্বর, ২০১৩, ০৩:৪০:৪৪ দুপুর

আব্দুল কাদের মোল্লার ফাঁসি হয়েেছে। তো কি হয়েছে? মানুষ তো মারা - ই যায়। কেউ চিরদিন বেঁচে থাকেনা। থাকেন না কাদের মোল্লারাও। কেউ মারা গেলে মানুষ খুশি হয়। ইন্না লিল্লাহ পড়েনা। জানাজা দিতে লোক পাওয়া যায়না। খারাপ মন্তব্য করে । এমনকি অভিশপ্ত ফিরাউনের সাথে তুলনা করে।

কিন্তু কাদের মোল্লারা মারা গেলে মানুষ কাঁদে। বিক্ষোভে ফেটে পড়ে। নারী-পুরুষ এমনকি শিশুরাও। জানাজা হয় দেশে-বিদেশে। এমনকি অমুসলিম দেশে। শোকাতুর হয় বিশ্ব নেতৃবৃন্দ। দেয় শোকবাণীও।

মানে, শহীদ কাদের মোল্লারা শক্তিশালী হয়। জীবিত কাদের মোল্লাদের চেয়ে অনেক বেশী। হয় মর্যাদার অধিকারী ইহ ও পরকালে।

বিষয়: বিবিধ

১৬১৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File