শান্তি চাই.,................চাইনা।
লিখেছেন লিখেছেন আবুনাকিব ০২ ডিসেম্বর, ২০১৩, ০১:৫৩:১২ দুপুর
আমরা মানুষ। আশরাফুল মাখলুকাত বটে। আছে মেধা, বুদ্ধিও আছে। আছে কথার দাম। এ দাম হয় ব্যক্তি বিশেষ। দুর্ভাগ্য আমাদের কেউ বুঝি । আবার কেউ বুঝিনা।
আমরা বাংলাদেশীরা শান্তি প্রিয়। সবাই শান্তি চাই। আমাদের প্রধান মন্ত্রীও বুঝেন। তিনি জানেনও। তাই তিনি বলেছিলেন ।আমিশান্তি চাই। প্রধান মন্ত্রীত্ব চাইনা।
আমরা আশায় বুক বেধেছিলাম। অধিকাংশ মানুষ। এই বুঝি শান্তির শ্বেত কবুতর ওড়ে? কিন্তু এখনো ওড়লোনা। প্লিজ! কথা রাখুন।
শান্তি চাই.,................চাইনা।
বিষয়: বিবিধ
১১২০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন