আব্দুল কাদের মোল্লার ফাঁসি হলে কী হবে???

লিখেছেন লিখেছেন আবুনাকিব ১০ ডিসেম্বর, ২০১৩, ০১:০৯:৩১ দুপুর

মানুষ মরণশীল। চিরন্তন ও অতীব সত্য কথা। প্রত্যেক বিশ্বাসী বলতেই জানে ও মানে । প্রত্যেক জীবের অবসান হয় আল্লাহর নিয়মে ও নির্দিষ্ট সময়ে । আগে কিংবা পরে নয়।

আমার বিশ্বাস তুলে ধরলাম:

১.আল্লাহর হুকুম যা তাই হবে। অন্য কিছু নয়।

২.শাহাদাতের মৃতু্্য নসীব হবে ও জান্নাতে যাবেন। আমার মনে হয়এটা তাঁর জীবনের লালিত স্বপ্ন। কিন্তু এর সাথে সংশ্লিষ্ট সবাই জাহান্নামে যাবে।

৩.সাময়িকভাবে তাঁর পরিবার কষ্ট পাবে। সংশ্লিষ্টদের সবার পরিবার যুগ যুগ ধরে আত্মদহনে দগ্ধ হবে।

৪.তাঁর সাথীরা সাহসী হয়ে গর্জে ওঠবে। কিন্তু তাঁর আদর্শের বিরোধীরা মনোবল হারিয়ে ফেলবে।

৫.মানুষ হিসেবে তিনি চলে যাবেন কিন্তু আদর্শ থেকে যাবে।

৬.হাজার বছর তিনি কর্মের মাধ্যমে বেঁচে থাকবেন কিন্তু সংশ্লিষ্টরা কাপুরুষ ও ঘৃণিত হয়ে ধিক্কার কুড়াবেন।

আল্লাহু খইরুন হাফিজা।

বারাকাল্লাহ ফি আ‌‍‌'মালিকুম।

বিষয়: বিবিধ

১৪৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File