হায়রে! কলির কাল.............

লিখেছেন লিখেছেন আবুনাকিব ০৩ ডিসেম্বর, ২০১৩, ০১:৪৩:৪৮ দুপুর

কে? কখন ? কবে ? বলেছিলেন জানিনা।

তবে প্রচলন হয়ে আসছে, বোধ করি বহু যুগ ধরে।

হায়রে! কলির কাল

বাঘে চাটে ছাগলের গাল।

আসলে একথার মানে আমি বুঝি। অসম্ভব টাও সম্ভব।

আমরা যা দেখার না, তা দেখছি। যা বলার না , তা বলছি। যা করার না,তা করছি।

সেলুকাস! বাংলাদেশ। এরকম ঘটনাই ঘটছে বাংলাদেশে।

আরো কত অসম্ভব সম্ভব হবে? কত ঘটনা ঘটবে? বলতে বলতে অপেক্ষায় রইলাম,

হায়রে! কলির কাল

বাঘে চাটে ছাগলের গাল।

এরশাদ চাচা ছেড়ে দিল

আ.লীগের নির্বাচনী হাল।

বিষয়: বিবিধ

১২৩১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File