মাকড়সার জাল ও আমাদে সরকার ?

লিখেছেন লিখেছেন আবুনাকিব ১৮ ডিসেম্বর, ২০১৩, ০৩:১০:৫৮ দুপুর

আমরা সবাই জানি। পৃথিবীর সবচেয়ে দুর্বল জিনিস হলো মাকড়সার জাল।এ জ্বালে কীট পতঙ্গ ঢুকে বের হওয়ার চেষ্টা করে। যত বের হওয়ার েচষ্টা করে ততই জড়িয়ে যায়। বের হতে আর পারেনা। এমন কি সেখানে তার মৃত্যু ও ঘটে। কারণ সে অন্যায় ভাবে মাকড়সার ঘরে ঢুকেছিল।

তেমনিভাবে আমাদের সরকার ও একটা একটা করে অন্যায় সিদ্ধান্ত নিয়ে মাকড়সার জালের মতো জড়িয়ে পড়ছে। বেরুতে আর পারছেনা। সর্বশেষ যে কি হয়? শুধুই আল্লাহ মা'লুম।

বিষয়: বিবিধ

১৪১৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File