সেনাবাহিনী নিয়ে টানা হেচড়া বন্ধ করুন।

লিখেছেন লিখেছেন আবুনাকিব ১৬ এপ্রিল, ২০১৩, ০১:৪৬:৪৮ দুপুর

আমাদের গর্বের সেনাবাহিনীর সুনাম এখন সীমানা পেরিয়ে দুর বহুদুর। ইতিহাস আর ঐতিহ্যে ভরপুর। অন্যায় এবং অবৈধ কাজে ব্যবহার করতে চেষ্টা করা হয়েছে মতলব বাজদের পক্ষথেকে বহুবার কিন্তু সফল হয়নি।

তাদের কাজের বাহিরে বহুবার ব্যবহার করা হয়েছে বিভিন্ন কাজে। যেমন,পুল,রাস্তা তৈরীসহ হরেক রকম কাজে । কয়েকদিন আগেও দেখলাম সম্মানিত যোগাযোগ মন্ত্রী বললেন বহুল আলোচিত পদ্মা সেতু করবে সেনাবাহিনী।

দেশের স্বার্থে বহুবিধ কাজ করে সেনাবাহিনী প্রশংসা কুড়ালেও আইন করে নির্বাচনী কাজে নিষিদ্ধ ঘোষনা করল নির্বাজন কমিশন। ব্যাপারটা কেমন হলনা? জামাই সব জায়গায় যেতে পারলেও যেতে নিষেধ শ্বশুর বাড়ী।

তাই অনুরোধ সেনাবাহিনীকে যেন তেন কাজে ব্যবহার বন্ধ করে দেশের গুরুতত্বপূর্ন কাজ ইলেকশনে ব্যবহার করে তাদের অতীত ঐতিহ্যি ঠিক রাখুন। আল্লাহ হাফেজ।।

বিষয়: বিবিধ

১৬৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File