যুদ্ধাবস্থাঃ সরকার বনাম নিরীহ আম-জনতা।
লিখেছেন লিখেছেন হারানো সুর ১৭ ডিসেম্বর, ২০১৩, ০৩:২৪:৪২ দুপুর
'৭৫-পূর্ববর্তীকালে মুজিবিয় বাকশালী যুগে সারাদেশ ব্যপী আওয়ামী/যুব/ছাত্রলীগ এবং রক্ষীবাহিনীর তান্ডবের মাঝে সারাদেশে মানুষ এক অবর্ণনীয় আতঙ্কের মধ্যে বসবাস করতো। পুলিশ ও রক্ষীবাহিনী যাকে ইচ্ছে আটক ও নির্যাতন করার এক অবাধ অনিয়ন্ত্রিত ক্ষমতা অনুশীলন করতো। কেউ জাসদ বা গনবাহিনীর হলে তো কথাই নেই, ধরতে পারলে তার জান নিয়ে ফিরে আসার সম্ভবনা কমই থাকতো। ফিরে এলেও অমানবিক নির্যাতনের ফলে চিরতরে পঙ্গু হয়ে যেতো। আর আওয়ামী লীগের কারো প্ররোচনায় সাধারণ কাউকে গ্রেফতার করা হলে পুলিশের চলতো যথেচ্ছা উৎকোচ-বানিজ্য, যার ভাগ পেতো প্ররোচনা দান-কারী আওয়ামী নেতা। দীর্ঘদিন এমন আতঙ্কে বসবাসের ফলে আপামর জনতার আওয়ামী শাসনের উপর চরমতম ঘৃণা/ধিক্কার/অভিশাপ-এর ফলে আল্লাহর তরফ থেকে নির্যাতিত জনগনের মুক্তির ফয়সালা নাযিল হয়েছিলো।
আজ প্রায় সারাদেশ ব্যপী চলছে এরচেয়েও বহুগুণ অধিক মাত্রার বাকশালী তান্ডব। মুজিবিয় বাকশাল আমলে আটক-নির্যতন হোতো, কিন্তু বর্তমানের ন্যায় প্রকাশ্য হত্যাকান্ড খুব বেশি ঘটতো না। বাকশালের বর্তমান সংস্করণে, সরকারের নির্দেশে রাষ্ট্রীয় কিলিং বাহিনী, পুলিশ-র্যাব-বিজিবি, পুলিশ বা র্যাবের পোশাক পরিহিত লীগের ক্যাডার-বাহিনী দেশব্যপী চরম নির্দয়তা ও নির্মমতায় নির্বিচার গনহত্যায় মেতে উঠেছে।
কতো হতভাগা এদেশের জনসাধারণ ! দেশের কোথাও কোন মানুষের/পরিবারের নির্ভয়ে নিশ্চিন্তে বসবাসের কোনো উপায় অবশিষ্ট নেই। যে কোনো সময়ে যে কোনো দিক থেকে আসতে পারে ঘাতকের আঘাত বা আক্রমন।
ইয়া আল্লাহ, তুমি মজলুম এ জনগোষ্ঠীর উপর সদয় হও। তুমিই উত্তম ফয়সালাকারী।
বিষয়: বিবিধ
১১৪১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন