নাগরিক দ্বন্দ্ব (কবিতা)
লিখেছেন লিখেছেন আল আমীন ২০ মার্চ, ২০১৩, ১০:৫২:০২ সকাল
মনটা খারাপ।
অসত্য, নষ্টত্ত, জুলুম, শোষণ, তাজা নিপীড়ন -
আর চাটুকারিতাস্নাত রাজনিতীক অর্থ লোভ ;
আমাকে কুরে কুরে খাচ্ছে।
সত্য - মিথ্যার সাদা-কালো পতাকা আমাকে চাই;
চাই একজন নিরেট, প্রতিজ্ঞা বাস্তবায়ন কর্মী রূপে।
কালো পতাকা আমাকে চাই অস্ত্রহাতে, চামচামীর বেশে ;
স্বপ্ন দেখায় রঙিন টাকার, কালো টাকার,
দুঃস্বপ্নকে স্বপ্নে পরিণত করার দলীয় সুযোগ,
চোখে পড়া মনে ধরা সুন্দরী ধর্ষণ উপভোগের,
সাধু বক্তাকে বোমা পিষ্ট করে বসন্ত নেতা হবার।
স্বপ্ন দেখায় কিছু না করি দলে তো ভিড়ে থাকি।
হঠাৎ অনুভবি ৭১'র যুদ্ধাক্রান্ত, আজও অবিশ্রান্ত-অশান্ত স্বদেশের কথা।
না, কখনও না। শোকসভা ব্যতীত কালো পতাকা উত্তোলক হতে চাইনা আমি।
এ পতাকার ধ্বনির মাঝে শুনি কেবল পতনের গান,
স্বাধীন বাংলার লাল-সবুজ পতাকার শীরচ্ছেদ।
মা, আমাকে সাজিয়ে দাও, স্রষ্টা আমাকে সাহস দাও - শক্তি যোগাও।
শক্তি দাও পাপগুরুদের হাত থেকে -
সোনার বাংলার সোনাচুরি রোধ করার, স্বাধীনতা রক্ষ্যাবার ।
জানি, সে সাদা পতাকার সৈনিকদের আছে অনেক বাঁধা, অনেক দুর্ভোগ;
স্বৈরাচার-মিথ্যাচার আর পোষা পুলিশের রক্ত কামড় গুলী ।
তবু যেতে হবে! আমায় যেতে হবে!
আঘাতের মাঝে, বেদনার মাঝে মৃত্যু-সুখের উন্মাদনে-
খুঁজব জাতীর মুক্তির পথ, স্বাধীনতার প্রকৃত সুখ, লাল-সবুজ পতাকার অমর গৌরব।
বিষয়: সাহিত্য
১৩৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন