স্বাধীনতা (কবিতা)
লিখেছেন লিখেছেন আল আমীন ২০ মার্চ, ২০১৩, ০৮:২৮:১৬ সকাল
স্বাধীনতা তুমি বাহান্ন-ঊনসত্তর-একাত্তরের অগ্নিত গিরি লাভা,
মুক্ত প্রানের মুক্তিযোদ্ধার প্রজ্ঞা স্নাত আভা।
তুমি সব শ্রেণীর বাংলা বুকের আকুতি কুড়ানো আশা,
তুমি এসেছিলে তাই শোষিত বাংলায় মুছতে দুরাশা।
স্বাধীনতা তুমি কোটি প্রানের জয় বাংলার গান,
তুমি মেটাতে এসেছিলে সংঘাত তব হিন্দু - মুসলমান।
তুমি যোদ্ধা হারানো পাথর মায়ের শূন্য কোলের ধন,
তুমি অধিকার দিলে স্বাধীন নেতাকে করতে সুশাসন।
তুমি পাক হটানো গোলা বারুদ ছিলে, বন্ধু বাংলাদেশীর,
ছিলে সমাজ - সংস্কৃতী - ধর্ম জীবন রক্ষা কবজ বীর ।
তুমি অত্যাচারীর প্রতিবাদ গান অদম্য জয়ী সেনা,
তুমি জনপ্রানে সাথী বীথি আর তারুন্নের উন্মাদনা।
স্বাধীনতা তুমি বাউলের সুর, আজান মুয়াজ্জিনের,
পল্লী-শহর ধনী-সবহারার প্রশান্তি হৃদয়ের ।
তুমি ফাগুন-আগুন-তরুন মনের স্বদেশ প্রেমিক চাওয়া,
তুমি হিংসা পোষা হুমড়ো-চুমড়োর দুঃশাসন দানে বাঁধা ।
তুমি ঘুস লুটেদের ফাঁসির কাস্ট; নন্দিত প্রহরি,
বাংলার প্রাণ জনতার টান তোমাকে যাবে না সরি।
তুমি কোটি মানুষের ভালোবাসা ছিলে; আছো আজও অবধি,
তোমাকে যারা নিঃস্বাতে চায় তারা যাবে সব লুটি।
স্বাধীনতা তুমি দুর্নীতি দ্রোহী ধর্ষিতা বিদ্রোহী,
তুমি শোঁক সুধাবার কর্ণধার আর বলিষ্ঠ সেপাহী।
তুমি হাম্পী - ধাম্পী - অশ্লীলতা পথের শোভন তোরণ,
তুমি গজ্রে উঠা কোটি বাঙালীর হৃদয়ের আরাধন।
তুমি শিক্ষক জাতীর, মহাবীরবল; গড়ো উন্নত স্বদেশ,
তোমাকে চাই সুস্থ্য সদা ঘুস্তে পিছনের কালো রেষ।
তুমি অঙ্গীকারের প্রতিজ্ঞাপ্রসূত লাল স্বপ্ন বাংলার,
তোমাকে ঘিরে নবোৎসাহ তাই বিদ্রোহ জনতার।
স্বাধীনতা তুমি কৃষকের সুখ; কৃষাণীর ভরা হাসি,
বুক ভরে যায় যখন ভাবি তোমাকেই ভালোবাসি।
তুমি সমতার বানী আইনের শাসন দুঃশাসন বিরোধী,
তুমি গর্বিত বীর উপহার দিতে সুস্থ্য রীতিনীতি ।
তুমি স্বপ্ন সাধক সোনার বাংলার শিক্ষিত সমাজের,
অদম্য তুমি শত বাঁধাতেও বিজয় প্রশাসনের।
তুমি বিশ্ব মাঝে গৌরব প্রতীক ; রক্তার্জিত ফুল,
অর্জনে তুমি কঠিন ছিলে রক্ষায় কেন ভুল?
বিষয়: সাহিত্য
১৯৪১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন