হায়েনা (কবিতা)
লিখেছেন লিখেছেন আল আমীন ২০ মার্চ, ২০১৩, ০৪:০৫:১৫ রাত
মা, মা , মা ?
দরোজা খোল, মা।
খুব ক্ষিদে পেয়েছে।
আজ অপেক্ষায় নেই কেন , মা?
একি! দরজাতো খোলায় আছে ;
তবে কি তুমি পাক ঘরে?
নাকি প্রয়োজনে অন্য কোথাও?
মা, মা , মা ?
দরোজা খোল, মা।
খুব ক্ষিদে পেয়েছে।
আজ অপেক্ষায় নেই কেন , মা?
বাবা গেলেন জেলখানায়
কতদিন হলো।
হায়েনার জুলুমে
কত রাত পোহালো।
বাবু? দেখেছ কি মাকে?
আসতে এ' দিকে?
পাড়া পর দৌড় দৌড়
ক্লান্ত শ্রান্ত হয়ে
ছুটি বাসা দিকে।
টেলেভিশন অন ছিলো,
হঠাৎ খবর!
কোরান পঠিতা , হিজাব পরিহিতা,
বাংলার দোসর।
পুরুষ পুলিশটা সবার আগে আগে,
মা ছিল লজ্জায় তারই পিছে পিছে।
আমার বাঁক রুদ্ধ হলো !!!
মা, বাবা, আদর- সবাই চলে গেছে।
স্কুল ? সেতো দু :স্বপ্ন !
এখন আমার যাবার পালা।
এই "আমি"? তুমি ভয় পেও না।
এ'দেশের স্বাস্থ্যকর আইন নাবালককে জেলে ভরে না ,
ভাতে মারে ! পিষে মারে !
বিষয়: সাহিত্য
১৫০৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন