ভণ্ড হাত (কবিতা)
লিখেছেন লিখেছেন আল আমীন ২০ মার্চ, ২০১৩, ১২:৫৩:৩৭ দুপুর
আরে রাম-বাম-আসলাম,
হাত তোল হাত তোল,
আল্লাহর কাছে হাত তোল।
মন্দির উদ্বোধনের ব্যাপার,
আল্লাহর বদলে ভগবান বলিস ।
খেয়াল রাখিস টুপিটা যেন ছিটকে না পড়ে।
আরেকটা কথা;
জনসভা হলে মোল্লা আনিস,
দাঁড় করাবি আমার পাশে।
এবেলাই আর ভগবান নয়,
আল্লাহ বলিস।
আর কোন কিছুর উদ্বোধনে ঐ একই ।
তবে হিন্দু-মুসলিম এলাকা বুঝে-
আল্লাহ - ভগবান সো - আপ করিস।
হাত ধরাতে বিনয়ী থাকিস,
মুসলিম ভোটার কব্জ হবে।
বিষয়: সাহিত্য
১৩৫১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন