নষ্ট সংকল্প (কবিতা)
লিখেছেন লিখেছেন আল আমীন ১৯ মার্চ, ২০১৩, ০৯:০১:২৬ রাত
চুপকর বেটা।
ষোল কোটি মানুষের শোষণের মজা -
আমি বুঝি, আমার মন্ত্রী মহোদয় বোঝে।
ক্ষমতা পাবাকাঙ্খায় মরিয়া হয়ে -
বিক্রী করব চৌদ্দ গোষ্ঠীকে;
নাম ভাঙিয়ে খাব তাদের, জাতীর মাঝে।
সংখ্যাগরিষ্ঠের ভোট পেতে
রাসূল (সাঃ) ও আল্লাহ্কে ভাঙিয়ে খাব -
কথা বলবি না।
কেমন আছেন জিজ্ঞাসিলে -
বলব " ইনশাআল্লাহ্।
"আলহামদুলিল্লাহ্র " অর্থ বুঝিনা।
দরকার কি ? জনগণ গিললেই হলো।
নিরবে, ধর্মের গলায় ফাঁস লাগিয়ে
টেনে হেছড়ে সাগরে ডুবাব -
পারলে ঠেকা।
গজ্রে উঠবি তো ধরব টুটি,
বাড়া বাড়বি তো ধোলাই হবি,
বেয়োনেট আর বুলেটের আগায়
লাখে-কোটিতে প্রাণ হারাবি।
ধর্ম পালনে শুধু মসজিদে যাবি,
জিলাপী আর ভয়ের আগায়
ঈমান-আমল সব হারাবি।
রাষ্ট্রের ব্যাপারে নাক গলালে
রাজাকারদের সঙ্গী হবি।
বিষয়: সাহিত্য
২০৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন