অনেক শকুন একটি স্বাধীনতা (কবিতা)
লিখেছেন লিখেছেন আল আমীন ১৯ মার্চ, ২০১৩, ০৬:৪৬:১৬ সন্ধ্যা
বিধাতা আমাকে অবসান দাও,
দায়িত্ব পালনে আমি ব্যর্থ।
আমি মুমূর্ষ, দিশেহারা, যক্ষ্মাক্রান্ত।
স্বাধীনতা নামের ধিক্কার আমি,
আমাকে ক্ষমা কর প্রভূ !
ন'মাস যুদ্ধগ্রস্থ বিরান বাংলায়ে পস্টিং আমার -
সেই '৭১ থেকে ২০১৩;
গদিওয়ালাদের গদির নিচে আমার জাগা মেলেনি।
আমি বেচে ছিলাম দিন-মজুর, রিক্সা চালক
আর কিছু সৎ সাহসী দুখী-সুধীদের মাঝে।
কোন রাজনিতিকদের কাছে যাইনি আমি?
কথা শনেনি, পাত্তাও মিলেনি ।
শকুনের মতো ঘিরেছে আমাই, উদ্ধার অনিবার্য ।
বিষয়: সাহিত্য
১৯৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন