চাই.....আঁকে......জয় পরাজয়....একে অপরের ঋণ.....আছে আরো বাকী.....নগতের সঞ্চয়..... (লেখাটা পড়লে বুজবেন আশা করি পড়বেন)
লিখেছেন লিখেছেন কথার_খই ২০ মার্চ, ২০১৩, ১০:৩৬:৩৪ সকাল
মানুষ ঘুমায় স্বপ্ন ঘুমায় না
স্বপ্নরা সুখের বাঁধভাঙতে চাই,
সুখের মাঝে মন ভাসতে চাই.....
আশা মরেনা কখনো অভিমানে
আশা মানুষকে বাঁচিয়ে রাখে,
আশা নিয়ে মানুষ রঙ্গীন ছবি আঁকে......
কথা কখনো পুরিয়ে যায়না
বর্ণমালায় কথার সৃষ্টি হয়,
কথা দিয়েই শুরু জয় পরাজয়....
মানুষ ভাবের জীব
সাদা কালো রঙীন,
ভাবনার কারনে একে অপরের ঋণ.....
কেউ নষ্ট ভাবনা ভাবে
কেউ করতে সুখি,
কেউ কেউ ভাবে আছে আরো বাকী.....
বাকী'র ভাবনা যার নেই
সে পথ ভ্রষ্ট হয়,
নয় জগতে সব নগতের সঞ্চয়.....
নগত নিতে হও হিসাবী
ঋণ রেখে গেলে দুঃখ বরশি,
বল বাকী দুঃখ রেখে কি করে হাসি?
বিষয়: বিবিধ
১১৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন