মন চায়
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২০ মার্চ, ২০১৩, ০৪:১১:০৭ রাত
মন চায়
রাতের বিছানায় নারী দেখতে
ভোরের নারীর ভেজা চুলের গন্ধ শুঁকতে
মন চায়
নারীর ঘামে স্নান করতে
অসুস্থ্য নারীর কষ্ট দেখতে
নারী দেখি পুরুষ দেখি
নারী-পুরুষের কষ্ট দেখি
নারী-পুরুষের প্রভেদ বুঝি না
নারী-পুরুষের প্রভেদ খুঁজি না।
এখানে নারীরা নহে পুরুষহীন
পুরুষরা নহে নারীহীন
এখন আমিও নহে নারীবিহীন।
আমার একজন নারী আছে
হ্রদয় মাঝে খুবই কাছে
তবুও যেন কাটছে সময়
ঘরে-বাইরে সময়-অসময়
কাজের মাঝে
কাজে-অকাজে
সারাক্ষণই বীণার সুরে
লক্ষ যোজন দূরে।
বিষয়: বিবিধ
৯৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন