একজন মালির আত্নকথা

লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ২০ মার্চ, ২০১৩, ০৪:১৩:৪৯ রাত



একজন মালি ,

যখন কোনো গাছ লাগাই ?

প্রত্যাশা করে ভালো ফসলের ।

প্রত্যাশিত ফসল না পেলে ।

আশা ভংগের রক্তক্ষরণে অন্তরাত্না মুসড়ে পড়ে ।

দুনিয়ায় অদক্ষ শ্রমিকের খাতায় নাম লিখায় ।

প্রহর গুনতে থাকে পরোকালিন জীবন হালখাতার ।

খুজে ফিরে প্রকৃত শ্রমের মর্যাদা ।

আমি ও সেরকম ।

বা তার চেয়েও অদক্ষ ! ক্ষুদ্র একজন মালি ।

তবে যত সামান্নই হোক,

প্রাপ্তির গ্যারান্টি একশোভাগ ।

কিন্ত আশংকা আর দুশ্চিন্তা আমার ঐ গাছটির জন্য ।

তার কি হবে ? হবে হইতো !

অক্ষ্যাত কোনো ইট ভাটার জালানী ।

নয়তোবা লোহার পেরেকে আটকানো কোনো তক্তা ।

নিদর্শন থেকে যাবে অনন্তকাল ।

আফলা গাছের কি নির্মম বাস্তবতা ।

মোশাররাফ.

২৫.০৯.১১

বিষয়: বিবিধ

১১৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File