“লাঙ্গল টু লন্ডন”...???
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২০ ডিসেম্বর, ২০১৫, ০২:২২:৫৮ রাত
নুন খেয়ে গুণ গেয়ো না;
সমস্যা নেই তাতে।
মূর্খের ন্যায় মিথ্যা বলে
ঘা দাও কেন আঁতে?
'
ভাবছ নিজে অনেক বড়
আমিও বলি তাই
‘সিলেট’ নিয়ে বিদ্বেষ ছড়ায়ে
হবে আরো হাই?
'
“লাঙ্গল টু লন্ডন” বলে
ছোট করতে চাও কাদের ?
পারবে কি করতে শোধ
তোমার রক্ত ঋনী যাদের?
'
অন্ধ চোখে মূর্খ জ্ঞানে
গেয়েছ মূর্খের মত গান
তা না হলে করতে স্বীকার
সিলেটিদের অবদান।
'
শ্রদ্ধা করি তোমায় আমি,
কেমনে শ্রদ্ধা অটুট রয়?
হঠাৎ হলে বিকার গ্রস্থ,
কিসে তোমার এত ভয়?
'
যদি ভাবো সুস্থ তুমি, জলদি
নিঃশর্ত চাও ক্ষমা
নাহয় নামের শেষে বসবে ‘দাঁড়ি’
থাকবে না ‘কমা’।
19.12.2015
বিষয়: বিবিধ
১৪৪৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন