মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও ভন্ড হাজী সাহেবানের কবিতা
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ২০ ডিসেম্বর, ২০১৫, ০৮:৪৮:৫৭ সকাল
মুখ্যমন্ত্রী প্রিয় মমতা ব্যানার্জি,
ভিনদেশী বলেই কি আমাদের প্রতি এই এলার্জি!
হাজী সাহেবানের ভন্ডামি দিলেন ধরিয়ে,
কি হত যদি না দিতেন চোখে আঙ্গুলটা দিয়ে দেখিয়ে?
ইসলাম নয়, ধর্ম বিশ্বাস আপনার ভিন্ন,
তবুও সন্মান আল্লাহকে দেখালেন কি অনন্য!
আল্লাহর নাম মুখে নিয়ে পারবেন না মিথ্যা বলতে,
এই মিথ্যাটাই হাজী সাহেবান করছেন পদে পদে চলতে|
মাথায় হিজাব, হাতে তসবিহ, হজ্ব থেকে সবে ফিরেছেন
এয়ার পোর্টে বসেই মিথ্যার বেসাতি সেই যে শুরু করেছেন !
মসজিদে পুলিশ প্রহরা, খুতবাও নাকি পুলিশ তদারকি করবে,
ইসলামের খেদমতে সরকার তবুও নাকি জীবন দিয়ে লড়বে!
গজে চরে মা দূর্গা এলে ফসল হবে ভালো তাও বিশ্বাস করবে,
আবার হিজাব মাথায় তসবিহ হাতে আল্লাহ নাম বলবে!
ধর্মনিরপেক্ষ প্রগতশীল সমাজ দেশ তারা গড়বে,
ভোট পেতে রাত দিন ইসলামের নামে মুখে ফেনা তুলবে!
ভোটার বিহীন নির্বাচন করতেই হবে আয়োজন,
ক্ষমতার দখলই না পেলে গনতন্র তার কি প্রয়োজন?
স্বৈরাচারের ত্রাসের শাসন দেশে কায়েম করেছেন,
নিজেকে তবুও গণতন্ত্রী বলে দাবি করে চলেছেন!
এই অচল আধুলি নিয়ে কতদিন যে দেশ চলবে,
হায় আল্লাহ কবে যে দেশবাসীর মনের আশা পূরণ করবে!
বিষয়: বিবিধ
২২৭০ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যথার্থ বলেছেন, আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ..
মন্তব্য করতে লগইন করুন