আবর্জনার গন্ধ ছড়াও
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১৮ সেপ্টেম্বর, ২০১৫, ০১:৫৮:০৯ রাত
আবর্জনার গন্ধ ছড়াও,
দ্বন্দ্ব বাঁধে মনে
গন্ধ শুঁকে তোমায় চিনে
অনুগত জনে।
'
ভাবছ তোমার কথা-কাজে
ছড়িয়ে পড়ে আলো
অথচ নিজেই মগ্ন থাক,
মত্ত আঁধার কালো ।
'
গন্ধ মুখর বন্ধ চোখে
দেখছ শুধু স্বার্থ
গভীর ধ্যানে যদি ভাব
দেখবে তুমি আর্ত ।
17.09.2015
বিষয়: বিবিধ
৭৫৩ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন