মানবতা নেংটা
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১৮ সেপ্টেম্বর, ২০১৫, ০২:০৯:২৯ রাত
শিশুর জন্য রয়েছে দেশের সাংবিধানিক ভাবে প্রেমের ভান্ডার। শিশুদের সুরক্ষায় দেশে রয়েছে উচ্চতর আইন। কিন্তু এটা কি দেখলাম ? পুলিশ মানে জনগনের নিরাপত্তা কর্মী ,প্রশাসন মানেই সেবক। কিন্তু বর্তমানের এই রূপ দেখে মনে হচ্ছে সংবিধান অধিকার জনগনের জন্য অকার্যকর।
দৈনিক ইনকিলাবের অনলাইন বার্সনে রাত ১ টায় একটি নিউজ দেখে গায়ের লোম দাড়িয়ে গেছে। " মহেশপুর থানা পুলিশের থানার টিএসআই আমির হোসেন ওয়ারেন্টভুক্ত আসামীকে না পেয়ে তার নিরপরাধ স্ত্রী ও দু’বছরের শিশুকে ধরে এনে থানা হাজতে রেখেছেন। নিরপরাধ মায়ের সাথে শিশু পুত্রকে গতকাল বেলা ৩টা পর্যন্ত ১৮ ঘণ্টা হাজতে পুরে রাখা হয়। খবর পেয়ে সাংবাদিকরা থানা হাজতে গিয়ে ছবি তুললে তাদের ছেড়ে দিতে তৎপর হয় পুলিশ।এলাকাবাসী জানান, মহেশপুর থানার টিএসআই আমির হোসেন বুধবার রাত ৯টার সময় ভালাইপুর গ্রামের বিভিন্ন মামলার পলাতক আসামী আজব আলীর পুত্র রাজুুুকে গ্রেফতার করার জন্য তার বাড়ীতে হানা দেয়। কিন্তু রাজুকে না পেয়ে তার স্ত্রী লিপি খাতুন (২৭) ও শিশু পুত্র আলিফ (০২) কে আটক করে থানায় নিয়ে আসে।
নিরপরাধ নেংটা শিশুকে থানা হাজতে রাখার মাধ্যমে মানবতাকে নেংটা করে দেওয়া হয়েছে। পুলিশের দাবি ছিল অবৈধ কার্যকলাপে লিপ্ত থাকার কারণে লিপি খাতুন (২৭) এর সাথে তার অবুঝ শিশু পুত্র আলিফ (০২) কে গ্রেপ্তার করা হয়েছে অন্যদিকে গ্রাম বাসী বলছে স্বামীকে না পেয়ে স্ত্রী লিপি খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ সাথে অবুঝ শিশুকেও। প্রশাসনের দায়িত্ব সবার জানা আসামী গ্রেপ্তার বা বিচারের আওতায় এনে দেওয়া। কিন্তু নেংটা শিশুকে গ্রেপ্তারের মাধ্যমে মানবতাকে নেংটা করা কিসের আলামত ? শিশু অধিকার সুরক্ষা আইনের দৃষ্টিতে মহেশপুর থানা পুলিশের টিএসআই আমির হোসেনের অপরাধ বিবেচনায় বিচারের দাবি জানাচ্ছি। শিশুর সাথে এমন হীন আচরণের কারণে দেশের প্রশাসন বিভাগ সঠিক পদক্ষেপ নেবে বলে আশা করি। আর যেন এরকম নেংটা শিশুকে থানা হাজতে দেখতে না হয় সেই ব্যবস্থা করতেই হবে অন্যতায় শিশুর প্রতি অবিচার করা হবে।
বিষয়: বিবিধ
১৩৮৯ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এটা শুধু থানার গেইটে লিখার জন্য। আপনি বুঝতে ভুল বুঝেছেন।
আটকে রেখেছে হায় !
তাই বলে কি পুলিশ ভায়াকে
গাল মন্দ করা যায় ?
এরা তো আটক করেছে শুধু-
ফেরাঊন তো মেরেই ফেলতো!!
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
মন্তব্য করতে লগইন করুন