ব্যঙ্গ করে বলছো কথা

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১৫ আগস্ট, ২০১৫, ০১:১২:১৫ রাত



ব্যঙ্গ করে বলছো কথা

ভাবছো তুমি সবকিছু,

কথা-কাজে অমিল দেখে

বুঝছি তুমি কত নিচু।

'

কেমনে ভাবো শুদ্ধ তুমি

কিংবা আকাশের রবি ?

দাবী করো ওহীর বাহক

মানুষ তো নয় নবী।

'

ক্ষুদ্র আমি তোমার থেকে

চিন্তা অনেক বড়ো

পারলে তুমি কলম দিয়ে

ন্যায়ের পথে লড়ো ।

14.08.2015

বিষয়: বিবিধ

১০৮১ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

335893
১৫ আগস্ট ২০১৫ রাত ০২:৫৩
প্যারিস থেকে আমি লিখেছেন : ভাই সবাই কি আর কলম দিয়ে লড়তে পারে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File