এ যুগের ক্ষুদিরাম

লিখেছেন লিখেছেন রক্তলাল ১৫ আগস্ট, ২০১৫, ১২:৫৮:৩৯ রাত



পবিত্র সংসদকে চরম আপমানিত করে যে সেখানে দাড়িয়ে বলেছিল, "কোথায় সে' সিরাজ সিকদার"। হাজার হাজার বিরোধীদের হত্যা করেছিল ইয়াহিয়ার মত। সব পত্রিকা বন্ধ করে প্রতিষ্ঠা করেছিল একনায়কতন্ত্র।

সেই মুজিবকে হত্যার বিকল্প কি ছিল?

মুজিব কি নিজে সে ধরনের পথ খোলা রেখেছিল?

বলার কন্ঠ পত্রিকাই যদি বন্ধ হয়, একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয় - জনতা কার কাছে যাওয়ার ছিল?

মুজিবের পরণতির তিনি নিজেই দায়ী।

মেজর ডালিমরা এদেশের মানুষের জন্য একজন অত্যাচারী শাসক এবং পৈশাচিক বিলাসী রাজ পরিবারের হাত থেকে মুক্তি এনেছিল।

দেশে সবচেয়ে বড় দুর্ভিক্ষ চলে আর তার ছেলে সোনার মুকুট দিয়ে বিয়ে করে? ধিক, থু সেই লোকের প্রতি।

তার দলের লোক তখন বিরোধী নেতার মাথা আলাদা করে আক্ষরিকভাবেই ফুটবল খেলেছিল।

বাংলাদেশে অন্য কেউ এমন স্বৈরাচারী হবার স্বপ্ন দেখলে জেনে রাখা উচিত - ডালিম, ফারুক, রশিদরা এ' যুগের ক্ষুদিরাম - ক্ষুদিরামরা মরেনা।

বিষয়: বিবিধ

১০৫১ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

335888
১৫ আগস্ট ২০১৫ রাত ০১:৩০
নৈশ শিকারী লিখেছেন : Right
335899
১৫ আগস্ট ২০১৫ সকাল ০৫:১৫
মনসুর আহামেদ লিখেছেন : সায়েদুর রহমানের বই পড়লে পাবেন। ইন্টার
মেডিয়েটে তিন বিষয়ে ফেল করেছে। এবং বেকার
হোষ্টেলে থাকার সময় অন্যের মাছ চুরি করে খেত।
১৫ আগস্ট ২০১৫ সকাল ১১:৪৯
277822
রক্তলাল লিখেছেন : আমি ওনার ব্যাক্তিগত দিকে যাচ্ছিনা। শুধু বিলাসী রাজ পরিবারের প্রধান যদি একনায়ক হিসাবে থাকতেন তখন জাতি হিসাবে আমাদের কি পরিণতি হত সেই দৃষ্টিকোণ থেকেই আমার concern টা বলেছি।
335910
১৫ আগস্ট ২০১৫ সকাল ১০:০৪
ziauddin লিখেছেন : ভালো লাগলো
১৫ আগস্ট ২০১৫ সকাল ১১:৪৯
277823
রক্তলাল লিখেছেন : ধন্যবাদ
335912
১৫ আগস্ট ২০১৫ সকাল ১০:৪১
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : মজার লেখার জন্য ধন্যবাদ
১৫ আগস্ট ২০১৫ সকাল ১১:৪৯
277824
রক্তলাল লিখেছেন : ধন্যবাদ
335916
১৫ আগস্ট ২০১৫ সকাল ১১:০৮
১৫ আগস্ট ২০১৫ সকাল ১১:৫০
277825
রক্তলাল লিখেছেন : @-}-)-

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File