১৫ অগাস্টঃ যা বলতেই হবে

লিখেছেন লিখেছেন চিলেকোঠার সেপাই ১৫ আগস্ট, ২০১৫, ১২:৩৪:৩৮ রাত

আজ ১৫ অগাস্ট। এমন একজন ব্যক্তির প্রয়াণ দিবস আজ যিনি সম্ভবত বাংলার হাজার বছরের ইতিহাসের সবচেয়ে বেশি আলোচিত চরিএ। ১৯৭৫ সালের এই দিনে তিনি পুরো পরিবারসহ অত্যান্ত নির্মম এবং অমানবিক ভাবে নিহত হন। হতে পারে তার সরকার নিয়ে অনেক প্রশ্ন ছিল। হয়তো সেগুলো যোক্তিকও কিন্তু তার জন্য কেউ যদি মনে মনে এমন জঘন্য হত্যাকাণ্ডকে সমর্থন দেন, তাহলে তাদের ব্যাপারে বলার কিছু নাই। ইতিহাসে সম্ভবত ইরাক এর রাজা ফয়সাল এর পরিবার-ই আছে দ্বিতীয় যারা এমন জঘন্য হত্যাকাণ্ডের স্বীকার হয়েছে। পরিবারের প্রতিটি সদস্যকে ধরে ধরে হত্যা করা হয়। এমনকি শিশু রাসেলও বাদ যায়নি। অমানবিক। অমানবিক এর চেয়েও বেশি কিছু। সবচেয়ে অবাক লাগে এই দিন নিয়ে দেশে চলা সার্কাস দেখে। দেশের অন্যতম বড়দল বিএনপি এর নেত্রী বেগম জিয়ার জন্মদিন আজ। তিনি অত্যান্ত ঘটা করে এই দিন পালন করেন। করতেই পারেন। কারো ব্যক্তিগত ব্যাপারে মন্তব্য করার অধিকার আমাদের কারও নেই। কিন্তু বিএনপির মত বড়দল কিভাবে তার জন্মদিন ঘটা করে পালন করে? দেশের একজন এক্স প্রেসিডেন্ট এবং স্বাধীনতা যুদ্ধের স্থপতি তার সপরিবারে নির্মম হত্যার দিনটা একটু চোখের সম্মানের জন্য হলেও পালন থেকে বিরত থাকা উচিত। অন্যদিকে আওয়ামীলীগ এর কিছু মানুষ তাকে নিয়ে ব্যবসার পসরা সাজিয়ে বসেছেন। কার্যক্রম দেখলে মনে হয়, শোক দিবস না যেন তাদের আনন্দের দিন। বিএনপি যদি সত্যিই ভাল রাজনৈতিক পরিবেশ চায়, তাহলে তাদের অবিলম্বে এই দিনে উৎসব পালন থেকে বিরত থাকা উচিত। আর আওয়ামী লীগের উচ্চ পর্যায় থেকে ১৫ আগস্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার।

সর্বশেষ ১৫ আগস্টের হত্যাকারীদের সরকার বিচার করে শাস্তি দিয়েছে এজন্য সরকারকে অভিনন্দন। আমাদের বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হওয়ার ক্ষেত্রে এটা একটি বড় পদক্ষেপ। এবং খুবই অবাক লাগে বিএনপি সরকার ১০ বছর ক্ষমতায় ছিল, তারা জিয়া হত্যাকারীদের বিচারের উদ্যোগও নেয়নি ঠিকমত!!

আল্লাহ তুমি এই দিনে নিহত সবাইকে শান্তিতে রেখো। আমিন।।

<শেখ মুজিবুর রহমান এর জায়গা যদি জিয়াউর রহমান এর নাম থাকতো তাহলেও আমার লেখা এমনই থাকতো।>

বিষয়: বিবিধ

৮৮৬ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

335877
১৫ আগস্ট ২০১৫ রাত ১২:৪৫
রক্তলাল লিখেছেন : এটা কোনো হত্যাকান্ড নয়।
একজন স্বৈরশাসকের বন্ধ করে দেয়া সকল পথ থেকে বেরুনোর একমাত্র উপায়।
যার circumstances নিজেই তৈরী করেছিলেন।

স্বৈরাচারীদের এভাবেই নিজের তৈরী পথে বিদায় নিতে হয়।
১৫ আগস্ট ২০১৫ রাত ১০:১৪
277924
চিলেকোঠার সেপাই লিখেছেন : ইসলাম এ ধরণের হত্যাকাণ্ড সমর্থন করে না।
335879
১৫ আগস্ট ২০১৫ রাত ১২:৪৭
রক্তলাল লিখেছেন : মেজর ডালিমরা এ যুগের ক্ষুদিরাম। ইতিহাস বলেছে, বলবে। চাপা দেয়ার চেষ্টা চলছে, কিন্তু বানের স্্রোতে এসব অপচেষ্টা ভেসে যাবে।
335905
১৫ আগস্ট ২০১৫ সকাল ০৭:৩৩
শেখের পোলা লিখেছেন : কাউকে হত্যা করা অবশ্যই অমানবিক৷ কিন্তু পচনশীল অঙ্গ কষ্ট হলেও কেটে ফেলার কথা ডাক্তারে শেষ উপায় হিসেবে দেখেন৷ হত্যাকাণ্ডের দিন যারা আনন্দ উল্লাস করেছিল,আর যারা সৌজন্যতা বশতঃ ইন্নাা লিল্লাহে ও বলতে ভুলে গিয়েছিল, আজ তারা শোকে বুক ভাসায়৷ যাদের সেদিন বাহবাা দিয়ে মাথায় তুলেছিল আজ তাদের কূখ্যাত বলে গালি দেয়৷ কি বিচিত্র বাঙ্গালী জাতি!
১৫ আগস্ট ২০১৫ রাত ১০:১৪
277925
চিলেকোঠার সেপাই লিখেছেন : ইসলাম এ ধরণের হত্যাকাণ্ড সমর্থন করে না।
335918
১৫ আগস্ট ২০১৫ সকাল ১১:১০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ১৫ ই আগষ্ট ভারেতের স্বাধিনতা দিবস। আমার দুই জন নিকট আত্মিয় এর জন্মদিনও। এখন কি শোক করতে গিয়ে এই দুইদিন তারা পালন করবে না!!!
১৫ আগস্ট ২০১৫ রাত ১০:১৩
277923
চিলেকোঠার সেপাই লিখেছেন : অবশ্যই করবে। আমি বলেছি বিএনপি দলের কথা। কারো ব্যক্তিগত ব্যাপারে মন্তব্য করার অধিকার আমাদের কারও নেই।
335950
১৫ আগস্ট ২০১৫ দুপুর ০২:৩৪
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ১৯৯৪ সালের এই দিনে আমার প্রাণপ্রিয় আব্বাজান ইন্তেকাল করেন...
১৫ আগস্ট ২০১৫ রাত ১০:১৯
277926
রক্তলাল লিখেছেন : আল্লাহ তাকে শান্তিতে রাখুন।
১৬ আগস্ট ২০১৫ সকাল ১১:১১
278015
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আমিন,আপনাকে ধন্যবাদ।@ রক্তলাল ভাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File