দিল ছ্যকা

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১৩ আগস্ট, ২০১৫, ০১:২৫:৫২ রাত

ব্লক করে ফেইছ বুক

খোলা রাখে চোখ মুখ।

চোখ দিয়ে কি যে দেখে

রাত-দিন ছবি এঁকে।

'

দুই হাতে খায় হারাম

দুনিয়ায় কত আরাম।

ভাব ধরে ঘুরে একা

বাঁকা চোখে করে দেখা ।

লোক তাকে বলে ন্যকা

আমি বলি দিল ছ্যকা।

'

তবু আমি ভালবাসি

নই তার সুখ বিনাশী ।

সুখ হউক অবিনাশী

হাসুক সে স্বর্গীয় হাসি।

১২.০৮.২০১৫

বিষয়: বিবিধ

৮৬২ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

335601
১৩ আগস্ট ২০১৫ দুপুর ১২:৩০
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভালো লাগলো. ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File