Rose Rose Rose একটা সুখের দিন Rose Rose Rose

লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ১৩ আগস্ট, ২০১৫, ০১:২৫:৩৮ রাত



৩রা এপ্রিল ২০১৫ সাল,রোববার।বিকাল ৪ ঘটিকায় আগামী দিনের এক মহারাজার সাথে সাক্ষাৎ হলো। আগামী দিনের আল্লাহর পথের এক সিপাহসালারের সাথে মোলাকাত হলো। সারা দুনিয়ার নির্যাতিত,নিপীড়িত মজলুম মানুষের পক্ষে মুক্তির শ্লোগান দেয়ার আগামী দিনের এক বজ্রকন্ঠের সাথে দেখা হলো। আগামী দিনের এক জ্ঞান তপস্যার সাথে ভাব বিনিময় হলো। মানবতার মুক্তির সনদ মহাগ্রন্হ আল-কুরআন বক্ষে ধারণকারী আগামী দিনের এক মোহাফেজের সাথে মোসাফাহা হলো। আল্লাহ ও তার রাসুলের গান গেয়ে ঘুমন্ত মানুষের অন্তর জাগানো আগামী দিনের এক সুললিত কন্ঠের মোয়াজ্জিনের সাথে কোলাকুলি হলো।

তার সাথে দেখা করার জন্য আগেরদিন থেকে আমার মনে দারুন পেরেশানী শুরু হয়েছে। আমার সময় যেন কাটছেনা। প্রতিটা সেকেন্ড যেন এক একটা বছরসম। মহারাজার আগমন উপলক্ষে আগের দিন থেকেই অপেক্ষাকৃত ভালো কাপড় কাপড়াদি রেডি করে রেখেছি। গোসল করেছি আচ্ছামত সাবান মেখে, মাথার চুলগুলো শ্যাম্পু দিয়ে ধুয়েছি। সারা শরীরে লোশন লাগিয়েছি। বিকাল ৪ টায় তার আসার কথা, আমি ২ টা থেকেই রেডি হয়ে আছি। জুহরের সালাত আদায় করে আল্লাহকে বলেছি,ভালোয় ভালোয় যেন তার সাথে সাক্ষাত হয়। শরীরে আতর লাগানোর ইচ্ছে ছিলো।পরক্ষনেই ভাবলাম,তার যদি এলার্জির সমস্যা থাকে। তাই আর আতর লাগাইনি। যথাসম্ভব পাক পবিত্র ও সুন্দর কাপড় পড়ে তার সাথে দেখা করেছি। তাকে জড়িয়ে ধরেছি,চুমো খেয়েছি তার কপালে, মাথায়,হাতে,শরীরে এবং তার পায়ে।বুকের সাথে লেপটে ধরেছি কিছুক্ষণ ।মাত্র ত্রিশ মিনিট সময় তার সংগ পেয়েছি।সময়টা নিমিষেই পার হয়ে গেলো।

আগামী দিনের এত বড় একজন মানুষের সাথে সাক্ষাতে তাকে ভালো কিছু উপহার দেয়ার মত আমার সুযোগ ছিলোনা।তবে তাকে আমি দামের দিক দিয়ে অতি কমদামের,মানের দিক দিয়ে অতি মুল্যমানের একটি কলম উপহার দিয়েছি।

এতক্ষণে আপনারা হয়তো হাপিয়ে উঠছেন যে,যার কথা বলছি সেই মহান মানুষটি কে ? হা প্রিয় পাঠক ও শুভানুধ্যায়ী, আমি আমার কলিজার ঠুকরা একমাসপূর্ণ বয়েসী সন্তানের মুখ দর্শন করেছিলাম সেদিন। আমি প্রীত, আনন্দিত ও পুলকিত হই সেদিন। আলহামদুলিল্লাহ। মহান মাবুদের দরবারে নত শিরে এই দোয়াই করছি, তিনি যেন আমার উপরুক্ত বক্তব্যের প্রতিটি কথা,শব্দ অক্ষরে অক্ষরে কবুল করেন। সবগুলো বক্তব্যের সুবিশাল সমন্বয় সাধন করে আমার সন্তানকে এক পরিপূর্ণ মানুষ হওয়ার তাওফিক দেন। আর সবকিছু যেন হয় একমাত্র তার সন্তুষ্টির উদ্দেশ্যে। আমীন

বিষয়: বিবিধ

১২৫৭ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

335548
১৩ আগস্ট ২০১৫ রাত ০১:৪০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার প্রাণ প্রিয় সন্তান যেন আপনার মনের ভেতর লালন করার স্বপ্নের পথে চলে ,,সেই দোয়া করি।
অনেক মিষ্টি ভাতিজা Rose Love Struck
১৫ আগস্ট ২০১৫ রাত ১২:৩২
277771
প্যারিস থেকে আমি লিখেছেন : ভাতিজা অনেক তিতা।Crying Crying Crying
১৫ আগস্ট ২০১৫ রাত ০১:৫৬
277802
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ?
১৫ আগস্ট ২০১৫ রাত ০২:৫১
277806
প্যারিস থেকে আমি লিখেছেন : মজা করলাম রে ভাই মজা করলাম,আপনি যে মিষ্টি লিখেছেন । এই আর কি।
335567
১৩ আগস্ট ২০১৫ সকাল ০৮:২৮
রক্তলাল লিখেছেন : বাবারা এমন স্বপ্ন দেখবেন সেটাই স্বাভাবিক।
কিন্তু বাকী জিবনে কি হয় তকদিরের উপর ছেড়ে দিন।
আল্লাহ আপনার আশা পূরণ করুন Happy খুব সুন্দর। অবশ্য সব বাচ্চারাই সুন্দর Happy
১৫ আগস্ট ২০১৫ রাত ১২:৩৩
277772
প্যারিস থেকে আমি লিখেছেন : তকদিরের উপর ছেড়ে দিলে কেমনে হবে! আমাকেতো চেষ্টা করে যেতে হবে আল্লাহর উপর তাওয়াক্কুল করে।
১৫ আগস্ট ২০১৫ রাত ১২:৩৪
277774
রক্তলাল লিখেছেন : চেষ্টা সফল হোক।
১৫ আগস্ট ২০১৫ রাত ১২:৪৩
277787
প্যারিস থেকে আমি লিখেছেন : আমীন।
335569
১৩ আগস্ট ২০১৫ সকাল ০৯:৪০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
আল্লাহতায়লা আপনাদের উপর রহমত করুন।
১৫ আগস্ট ২০১৫ রাত ১২:৩৪
277775
প্যারিস থেকে আমি লিখেছেন : আল্লাহতায়লা আমাদের সকলের উপর রহমত করুন। আমীনGood Luck
335602
১৩ আগস্ট ২০১৫ দুপুর ১২:৩৩
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আগামী দিনের আল্লাহর পথের এক সিপাহসালারের সাথে মোলাকাত হলো।
-আল্লাহতায়ালা আপনার ছেলেক আগামী দিনের খালিদ বিন ওলিদ বানিয়ে দিন।আমিন...
১৫ আগস্ট ২০১৫ রাত ১২:৩৪
277777
প্যারিস থেকে আমি লিখেছেন : শুকরিয়া। আল্লাহ আপনার দোয়া কবুল করুন।
335606
১৩ আগস্ট ২০১৫ দুপুর ০১:৩৫
জবলুল হক লিখেছেন : মাশাআল্লাহ ।আল্লাহ আপনার ছেলেকে নেক হায়াত দান করুন। আমিন।
১৫ আগস্ট ২০১৫ রাত ১২:৩৪
277778
প্যারিস থেকে আমি লিখেছেন : ধন্যবাদ। ছুম্মা আমীন
335640
১৩ আগস্ট ২০১৫ বিকাল ০৪:৩৭
পুস্পগন্ধা লিখেছেন :
মাশাআল্লাহ খুব সুন্দর। আল্লাহ তায়ালা আপনার দোয়া কবুল করুন...।
১৫ আগস্ট ২০১৫ রাত ১২:৩৫
277779
প্যারিস থেকে আমি লিখেছেন : আমীন,ছুম্মা আমীন।
335679
১৩ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:১২
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আপনার সন্তানের জন্য দোয়া রইলো, ধন্যবাদ আপনাকে
১৫ আগস্ট ২০১৫ রাত ১২:৩৫
277780
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ ।
335698
১৩ আগস্ট ২০১৫ রাত ০৯:৪৬
আবু তাহের মিয়াজী লিখেছেন : আলহামদুলিল্লাহ। মহান মাবুদের দরবারে নত শিরে এই দোয়াই করছি, তিনি যেন আমার উপরুক্ত বক্তব্যের প্রতিটি কথা,শব্দ অক্ষরে অক্ষরে কবুল করেন। সবগুলো বক্তব্যের সুবিশাল সমন্বয় সাধন করে আমার সন্তানকে এক পরিপূর্ণ মানুষ হওয়ার তাওফিক দেন। আর সবকিছু যেন হয় একমাত্র তার সন্তুষ্টির উদ্দেশ্যে। আমীন Praying Praying Praying Praying Praying Rose Rose Rose Rose Rose
১৫ আগস্ট ২০১৫ রাত ১২:৩৬
277781
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনাদের দোয়া কিন্তু আল্লাহর কাছে পছন্দনীয়। অতএব.....Good Luck Good Luck Good Luck
335706
১৩ আগস্ট ২০১৫ রাত ১০:১৬
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম ।
মাশা আল্লাহ! আলহামদুলিল্লাহ! আল্লাহ আপনাদের সন্তানকে কুররতা আ'য়ুন হিসেবে, মুত্তাকিনা ইমামা হিসেবে কবুল করে নিন!আমিন।
১৫ আগস্ট ২০১৫ রাত ১২:৩৭
277783
প্যারিস থেকে আমি লিখেছেন : ওয়া আলাইকুম আসসালাম। মুহতারামা, আল্লাহ আপনার দোয়া কবুল করুন। আমাদের সকলের মনের নেক ইচ্ছাগুলো পুরণ করুন। আমিন
১০
335730
১৩ আগস্ট ২০১৫ রাত ১১:৫৬
আফরা লিখেছেন : মাশাআল্লাহ ।আল্লাহ আপনার ছেলেকে নেক হায়াত দান করুন। আমিন।
১৫ আগস্ট ২০১৫ রাত ১২:৩৭
277784
প্যারিস থেকে আমি লিখেছেন : শুকরিয়া।Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File