মায়ের সাথে বেয়াদবির ফল আর জনগনের সাথে বেঈমানির ফল কি একরকম ?
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৩ আগস্ট, ২০১৫, ১২:৩৭:২৫ রাত


মায়ের সাথে যারাই বেয়াদবি করেছে তাদের অবস্থা ইতিহাসে প্রমান ।
মা যেমন গর্ভের জননী তেমনি গর্বেরও জননী
মা যেমন শ্রদ্ধের পাত্র তেমনি আপনজনও বটে
কিছু সামান্য ব্যাতিক্রম ছাড়া
মায়ের সাথে কেউ যদি বেয়াদবি করে তবে তাকে জাহান্নামে যেতে হবে আবার মা যদি মাফ করে তবে সে মুক্তি পাবে।
মা তো মাই কোনই তুলনা হয়না।
জনগনও কিন্তু প্রশাষন যন্ত্রের মা।
যেই সরকার ক্ষমতায় আসবে গনতন্ত্র প্রতিষ্টিত থাকলে তাকে জনগনের সাথে সম্পর্ক রাথতেই হবে।
ব্যাতিক্রম হলে আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে
হাজারও উদাহরন আছে প্রমান সহ
সুতারাং জনগনের সাথে বেঈমানী করার পরিনাম অচিরেই পাবে শাষক দল
বিষয়: বিবিধ
১৩৭১ বার পঠিত, ২ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মাকে তো এর জন্য জিজ্ঞাসিত হতেই হবে - কেন সে নিজের সন্তানকে এতটা প্রশ্রয় দিয়েছিল যেখানে সন্তানের এরকম হিস্ট্রি আগেও ছিল ?
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন