উলঙ্গ সুন্দর
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১১ আগস্ট, ২০১৫, ০৯:০৩:০৫ রাত
সমবেত প্রজারা যে কথা শুনার অধীর আগ্রহে
প্রতীক্ষমাণ; তারা শুনবে সে কথা...
তুমুল উত্তেজনা ভেদ করে পিনপতন নীরবতা
আবর্জনার গন্ধ বয়ে সফেদ মুখোশে
পরাক্রমশালী রাজা এসে দাঁড়ালেন মঞ্চে
সমবেত প্রজাদের সামনে।
মনুষ্য সমাজে মানুষ আর বন্যের পার্থক্য দেখাবেন
চোখে আঙ্গুল দিয়ে আর ঘোষণা করবেন-
“বন্যেরা বনে সুন্দর”।
অথচ প্রবল প্রতাপীয় দম্ভোক্তিতে
রাজা শুনালেন- মানুষ আর বন্যের সখ্যতার কাহিনী।
পুরস্কৃত বন্যের সুখ সঙ্গীতের মূর্ছনা
আর তিরস্কৃত প্রজাদের চোখে ভেসে আসা
উলঙ্গ সুন্দর হতাশার ঘাম মুছে দেয় আত্মপ্রত্যয়ী করে
মানুষকে মানুষ আর বন্যকে বন্য ভাবতে।
11.08.2015
বিষয়: বিবিধ
৯৮৯ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন