পুলিশ এসে হাজির শিবির বলে ধরে ফেললো ,অত:পর
লিখেছেন লিখেছেন সত্যের সন্ধ্যানে ১১ আগস্ট, ২০১৫, ০৯:৩৭:০৭ রাত
এমন একটি ঘটনা বলতে যাচ্ছি যে আমাদের দেশে
ভাবাই যায়না । একটি ম্যাচ যেখানে আমরা তিন বন্ধু থাকি।
পাশের রুমে থাকে আরও অনেকে থাকে ।হঠাৎ রাতে পুলিশ এসে হাজির।প্রত্যেক রুমে
তল্লাশি চালালো কিছু না পাওয়াই হতাশ তারা। এমন অবস্থায় সবার মোবাইল
চেক করতে শুরু করলো।ম্যাচের কেউ-ই গান-বাজনা অনেকে পছন্দ করে না ।তাদের মোবাইল
ছিল ধর্মী কিছু গান । পাশ থেকে এক পুলিশ এসে বললো এই তোরা এই বয়সে
বিড়ি সিগারেট খাবি বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারবি,খারাপ ছবি দেখবি(অশ্লীল শব্দটা ব্যবহার করলাম না)
সেটা বাদ দিয়ে তোদের মোবাইল এ ইসলামি গান। তোরা শিবির করিস । স্যার সবাইকে থানায়
নিয়ে চলেন । তার মধ্য হতে একজন পুলিশকে ম্যানেস করলো তবে বেশি টাকা না ৫ হাজার টাকার মতো দিয়ে
সে সেখান থেকে মুক্তি পেলেও বাকিদের পুলিশ ধরে নিয়ে যাই।
বিষয়: বিবিধ
২০১৩ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এখন ভালো থাকাটাই অপরাধ!!
মন্দের সাথে জড়িত না হওয়াটাও অপরাধ!!
"সফেদ জাজিরা" লেখার জন্য নসীম হিজাজীকে ধন্যবাদ
আপনাকেও অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
তা আল্লাহ ই ভালো জানেন ।
মন্তব্য করতে লগইন করুন