অসলেই কি জঙ্গি ছিলো খিলগাঁওয়ে আত্তহুতি ছেলেটি

লিখেছেন লিখেছেন সত্যের সন্ধ্যানে ১৮ মার্চ, ২০১৭, ০৬:২১:০৩ সন্ধ্যা

আসুন রিচার্জ করা যাক।

* র‌্যাব প্রেস ব্রিফিং করে বলেছে যে, আমরা তাকে চেক করার জন্য সিঙ্গেল দিয়েছিলাম, কিন্তু সে থামেনি সে চেক পোস্ট অতিক্রম করছিলো তাই তাকে গুলি করলে সে মারা যায়।

* হুণ্ডা নিয়ে যদি কেউ কোন শিবিরে হামলা করে বিশেষ করে র‌্যাবের মতো এমন শক্তিশালী অস্ত্র সজ্জিত কোন দলের সামনে তাহলে অবশ্যই তার সাথে আরেকজন থাকতো যাতাহে, এমন সমস্যার সম্মখীন হলে সে পিছন থেকে অস্ত্র ব্যবহার করতে পারে।

* আর তার গায়ে ৬/৭ টি গুলি লাগে এই সব গুলির কি একটিও তার মাজায় বা ব্যাগে লাগেনি।

* যুবকটির পরিচয় জানা যায় নাই এটা র‌্যাব সকাল ৮-৯ টায় সাংবাদিকদেরকে বলেছে,

প্রশ্ন হলো! র‌্যাব কিভাবে সিওর হলো যে তার পরিচয় জানা যায় নাই?

তাহলে কি ধরে নিবো যুবকটিকে চেক করা ছাড়াই বলে দিয়েছে। এটা তো হতে পারে না।

* র‌্যাব যদি তাকে চেক করে বলে যে তার পরিচয় পত্র পকেটে ছিলো না, তাহলে এবার আমল ঘটনায় আশা যাক, তার পকেট চেকের সময় অবশ্যই তার মাজার দিকে খেয়াল করতে হয়েছে।

তাহলে তখন কি তার মাজায় বোমাটি দেখতে পায় নাই। আর যদি পেয়ে থাকে তাহলে কেন সাংবাদিকদেরকে সকালে বলা হয় নাই।

* ধরে নিবো কি সারা বিশ্বকে দেখানোর জন্য সকাল ১০টা পর্যন্ত অপেক্ষা।

* দেশের সচেতন নাগরিক হিসেবে মনে করি দেশে কোন জঙ্গি-ফঙ্গি নাই। তাই এই জঙ্গি জঙ্গি খেলাটা বন্ধ না করলে একসময় একটা সময় এটা আমাদের দেশের জন্য কাল হয়ে দাঁড়াবে।

** আশা করি দায়িত্বশীলরা এটার সঠিক তথ্য বের করবে। কারন এইভাবে বিশ্ব মিডিয়ায় দেখানো হলে, তারা এদেশে ফায়দা লোটার জন্য আরও জোর দিবে।

*** শান্তির দেশ বাংলাদেশ শান্তিপ্রিয় মানুস আমরা ***

বিষয়: রাজনীতি

১১৪৭ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

382313
১৮ মার্চ ২০১৭ সন্ধ্যা ০৬:৫৯
মনসুর আহামেদ লিখেছেন : চমৎকার
382329
১৯ মার্চ ২০১৭ সকাল ১১:১১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এমন হাস্যকর যে হাসিও আসেনা!! কেবল বাংলাদেশে আত্মঘাতি হামলায় কেউ মারা যায়না!!
382343
২০ মার্চ ২০১৭ দুপুর ০২:০০
382354
২১ মার্চ ২০১৭ সকাল ১০:২৪
নাছির আলী লিখেছেন : আসসালামু আলাইকুম । আপা আপনাকো অনেক ধন্যবাদ।
382355
২১ মার্চ ২০১৭ সকাল ১০:২৭
নাছির আলী লিখেছেন : অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File