নিজেরা উন্নয়ন করে না সেটাও স্বীকার করলো, আবার বিএনপিরও বদনাম করলো মাননীয় মন্ত্রী
লিখেছেন লিখেছেন সত্যের সন্ধ্যানে ০৯ মে, ২০১৭, ০৪:২৪:৪৩ বিকাল
যুগান্তরের শিরোনাম, দুর্গতদের পাশে না থাকলে খবর আছে: কাদের!
এটা কি বুঝায় তাদের নেতাকর্মীরা যদি দুর্গতদের পাশে থাকতো তাহলে মন্ত্রী ভাষার যে তেজ থাকতো সেটা তো কম বেশি দেশবাসী জানে।
তবে আওয়ামীলীগের এক যোগ্য মন্ত্রী হিসেবেও তাকে দেখা হয়।কিন্তু মাঝে মাঝে এমন কিছু বক্তব্য পেশ করেন তিনি।যেটা একজন ভালো রাজনীতিবিদের মুখে মানায় না।
তিনি তো রীতিমতো বিএনপিকে তুলোধুনো করলো।বিএনপি নাকি হাওরের মানুষদেরকে ত্রাণ না দিয়ে ফটোশেসন করছে।
তাহলে তো এই ফটোসেশসন যে উনার প্রধানমন্ত্রী ঘোটা করে পালন করলো এটা কেন উনি বুঝলেন না।
নাকি শুধুই প্রতিপক্ষকে আঘাত করাই মন্ত্রীর কাজ।
পরিশেষে বলি, সবাই মিলে দেশটার সাধারণ মানুষদেরকে একটু শান্তিতে থাকতে দিন।
কাধে কাধ মিলিয়ে রাজনীতি করুন।ভোট আসলে সাধারণ নাগরিকদেরভোট দিতে দিন য়াকে ভঅলে লাগবে তাকে ভোট দিয়ে জনপ্রতিনিধি করবে ""জনতা"""।
বিষয়: বিবিধ
৯৫৭ বার পঠিত, ২ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
যে দলের নেতারা তাদের প্রতিপক্ষের মহান নেতা ও প্রধানদের গালিগালাজ করতে পারবে দলের প্রধানের কাছে তার কদর তত বেশী ।
প্রতিপক্ষ দলের স্থপতি , প্রধানদের পঁচানোর ট্যাকটিক্সে আওয়ামী লীগ যোজন যোজন এগিয়ে যে কোন দলের চেয়ে, এটাকে তারা নিয়ে গেছে শিল্পের পর্যায়ে ।
আওয়ামী লীগের যে কোন স্তরের নেতা , সাংসদ বা মন্ত্রী যদি দেখেন যে দলে তার পজিশন নেমে যাচ্ছে বা তাকে আরও উপরে উঠতে হবে তখন তারা শেখ মুজিব ও হাসিনার গুণ গান বর্ণনার চেয়ে জিয়া-খালেদা জিয়া- তারেক- হাওয়া ভবন নিয়ে তুমুল ফাঁপড়বাজি শুরু করে দেয় ।
ফলে বেশ কিছু সময়ের জন্য তার পজিশন সেফ হয়ে যায় , সে নজরে চলে আসে লিডিং লিডারদের।
মন্তব্য করতে লগইন করুন