এখন কি করবে সরকার, আল্লহকে কটাক্ষ করায় শ্যামল কান্তি কারীকে শাস্তি, না কটাক্ষকারীকে শাস্তি দেওয়ায় সেলিম ওসমানকে শাস্তি।
লিখেছেন লিখেছেন সত্যের সন্ধ্যানে ১৯ মে, ২০১৬, ১০:০২:৩৮ রাত
সেলিম ওসমান তো বাহ্ বাহ কাজ করেছে মুসলিম দেশ হিসাবে তিনি যেটা করেছেন সেটাই ঠিকই করেছেন। কিন্তু সমস্যা দাড়িয়েছে অন্য জায়গাতে।
যাকে শাস্তি দিয়েছেন তিনি, সেই শিক্ষক শ্যামল কান্তি নামটাই যত সর্বনাশের মূল সেলিম ওসমানের জন্য। মুসলিম হলে কোন সমস্যাই হতো না হিন্দু হওয়াতে ফেঁসে গেছেন তিনি।
তাই আপাতত নতুন একটা নাটক দেখি কি হয় এই নাটকের মাধ্যমে আগের গুলো তো ধামাচাপা পড়তেছে..তবুও দেখি নাটকের সমাপ্তি কি হয়।
আল্লাহকে কটাক্ষকারীকে শাস্তি দেয়ার অপরাধে যদি ফাঁসি হয় তা মেনে নেব!!! সেলিম ওসমানhttp://www.bddesh.net/newsdetail/detail/200/214394
সেলিম ওসমানের বিচার চাই শ্যামল কান্তি। আল্লাহকে যিনি কটাক্ষ করেছেন।http://www.bddesh.net/newsdetail/detail/41/214137
বিষয়: বিবিধ
১১৮৮ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর এখন যে হারে ইসলামকে পঁচানোর ক্রেজ সৃষ্টি হয়েছে তাতে কেউই বাঁধ সাধতে এগিয়ে আসেনি । এসেছেন সেলিম ভাই ।
যদি সত্যই শ্যামল সাহেব আল্লাহকে নিয়ে কটাক্ষ করে থাকেন তাহলে সেলিম ভাইকে সাপোর্ট করি , কারণ মুসলমান সংখ্যাগরিষ্ট দেশে ইসলামকে যে হেয় করা হচ্ছিল নাস্তিকতার মুখোশে (এসব করছিল ছুপা হিন্দুরাই)- খুন করে সেটার খারাপ সমাধানই হচ্ছিল । সে তুলনায় সেলিম সাহেব দৃষ্টান্ত স্থাপন করেছেন । এরকমই করা উচিত এসব ধর্মীয় বিদ্বেষ সৃষ্টিকারীদের সাথে।
মন্তব্য করতে লগইন করুন