দুঃসময়
লিখেছেন লিখেছেন তরুন তুর্কী ১৯ মে, ২০১৬, ১০:১১:২৫ রাত
কঠিন দুঃসময়ের ঘেরা টোপে,
চলছে আমাদের অভিযাত্রা-
বিশ্বজুড়ে নিপীড়িত আমরা,
নির্যাতিত-নিগৃহীত জনতা ।
আমাদের জন্য কোন মানবতা নেই,
স্বাধিকার নেই, বিচার-সালিশ কিচ্ছু নেই ।
আমাদের জন্য আছে কেবল বুলেট,
বুট জুতার নিষ্ঠুর লাথি,
লেলিয়ে দেয়া পোষা কুকুরদের ধাওয়া,
আর পালিয়ে বাঁচা নির্ঘুম রাতের
অস্থির প্রহর-
আমাদের জন্য আছে স্বজন হারানোর
বেদনা ও স্রষ্টার পানে আর্ত-স্বর ।
সাত সমুদ্র তের নদীর এপার-ওপার
ধনী-গরীব, এদেশ-সেদেশ, একই আচার ।
অত্যাচারীর অত্যাচারে নিষ্পেষিত
প্রতিদিন প্রতিক্ষন-
ক্ষমতালোভী বিশ্বাসঘাতকদের ঘৃণ্য অভিলাষে
বিরামহীন ঘটছে আমাদের রক্তক্ষরণ ।
আমাদের এই ভীষন দুর্দিনে,
বাঁচা-মরার সন্ধিক্ষনে,
পরষ্পরের পাশে নেই আমরা ।
আত্নঘাতি নেশায়, বিভেদের খেলায়,
বাড়িয়েই চলেছি দুঃসময়ের ধারা ।
আমাদের সবাই আঘাত করে,
যে যেভাবে পারে, যে দিকে পারে,
ইচ্ছেমত চাবুক কষে, কিল-ঘুষি লাথি পরে,
যেমন খুশী তেমন মারে ।
প্রতিঘাতের ভাষা আমাদের নেই,
প্রতিরোধের শক্তি, প্রতিবাদের উক্তি
হারিয়েছি সেই কবেই !
বিশ্বজুড়ে আমরা নিন্দিত,
বিরামহীন অপপ্রচার আর মিথ্যাচারে
আমাদের সুবর্ণ অতীত আজ ভুলুন্ঠিত,
আমরা অপদস্থ জাতি,
দিকভ্রান্ত, পথহারা জাতি,
স্বর্ণালী সময় বহু পেছনে ফেলে
দুঃসময়ের বেড়াজালে আমরা ।
আমিত্ব হারিয়েছি, ভ্রাতৃত্ব ভুলেছি,
মহান বাণী বিস্মৃত হয়েছি,
অন্ধ অনুসরণে আমরা ছুটছি তো ছুটছি !
আমরা জানি না, আমাদের যাত্রা কোথায় !
মহান গ্রন্থ ছুঁয়েও দেখি না,
পাছে যদি জেনে যাই, আমাদের গন্তব্য কোথায় !
আমরা এক অদ্ভুত জাতিতে
পরিণত হয়েছি,
অপমানিত-অপদস্থ হচ্ছি,
নির্যাতিত হচ্ছি, নিন্দিত হচ্ছি,
তবু উত্তরণের পন্থা খুঁজছি না !
তবুও দুঃসময়কে তাড়ানোর কোন
তাগাদা অনুভব করছি না ।
কেন ! তা-ও জানি না !
_____###______
বিষয়: সাহিত্য
৮৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন