মন
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১৯ মে, ২০১৬, ১১:০৬:০২ রাত
মন শুধু, দু’টি শব্দের, শব্দ বুনন
শত ভাবনার বীজ, যায় না গণন।
বীজগুলো মনতলে, ধীরে ধীরে পাতা মেলে।
অঙ্কুরিত হয় কালে, কচি কচি তরু ডালে।
সুখ-দুঃখ, হাসি-কান্নার, শুনে স্পন্দন
আবেগে জড়িয়ে রাখে, করে আলোড়ন।
কখনো নিভৃতে বীজগুলো মরে যায়
ক্ষত চিহ্নের স্মৃতি রাখে, মম যাতনায়।
অবাধ্য মন, কভু কথা নাহি শুনে
চিন্তা না পায় কূল, অতল গহীনে।
অস্থির চিত্ত কেন ডানা ঝাপটায়?
অথৈ সুখের মাঝে, সুখ নাহি পায়।
ভাবে আর লিখে, লিখে আর ছিঁড়ে
ভাবগুলো মিলহীন, নাহি মিলে তীরে।
মন শুধু নয় মন, বহে প্রবল স্রোতের অনুরণ
কোরআন হাদীসের বীজ সদা, করি রোপণ।
বিষয়: বিবিধ
১২২৪ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো আছ তো ছোট আপি? তোমাদেরকে আসলে অনেক ভালবাসি। যেমন আজ আফ্রার কথা খুব মনে পড়ছিল ওর অনুপস্থিতির জন্য। মনে হল ওর কোন অসুখ করেনি তো?
মনে হল সাদিয়া আর বৃত্তাপুর কথা! তোমরা সবাই অনেক ভালো মনের এবং উত্তম মানের। আর আমি একটা পচা মেয়ে। বুঝলে ছোট আপু। তাইতো অকারণেই তোমাদেরকে কষ্ট দিই।
সাদিয়া আপু তো আমাকে ভুলেই গেছে আর বৃত্তাপুর তো কোন খবরই নেই কতদিন। তোমার কি মন খারাপ, এভাবে বলছ কেন? কোন কষ্ট দাওনি আপি।
তারপরও দেশের মাটি, মানুষ, আপনজন বিরাজিত অবস্থাসহ ব্লগিং জগতের দুরাবস্থায় বিচলিত হয়ে উঠি। আজ অনেক চেষ্টার পর, অনেক কসরত করে ব্লগ পাড়ায় ঢুকতে পেরেছি। আলহামদুলিল্লাহ।
বিষাদের কালো মেঘ মনকে স্পর্শ করলে নিজেকেই নিজে সান্ত্বনা দিলাম এই ভেবে যে, নিশ্চয়ই ব্লগের সুযোগ্য বন্ধুরা শয়তানকে ঘায়েল করতে পেরেছে। তাইতো তারা এই ব্লগের পিছনে মরিয়া হয়ে লেগেছে।
আর আফ্রাসহ সকলের জন্য শুভেচ্ছা ও দোয়া রইলো। ব্লগ পরিবারে আমরা যা বলি তা নিতান্তই আপনজন ভেবে।
রমযানে তোমার লিখাসহ স্বতঃস্ফূর্ত উপস্থিতির প্রত্যাশা রইলো।
السلام عليكم ورحمة الله وبركاته
"অস্থির চিত্ত কেন ডানা ঝাপটায়?
অথৈ সুখের মাঝে, সুখ নাহি পায়"
ঠিক বলেছো আপুনি,
সারা পৃথিবীর সব সুখ পেলে ও
বোধহয় আমাদের বেহায়া মনের তৃপ্তি মিটবে না।
মহান আল্লাহ বলেছেন না,
আদমের পেট মাটি ছাড়া ভড়ে না।
এভাবে লজ্জা দেয়া কেন?
আপনাদের জন্যও শুভেচ্ছা নিরন্তর।
উৎসাহ দানের জন্য নিরন্তর শুভেচ্ছা ।
অশেষ ধন্যবাদ ও নিরন্তর শুভেচ্ছা।
অশেষ ধন্যবাদ ও নিরন্তর শুভেচ্ছা।
মন্তব্য করতে লগইন করুন