Good Luck Good Luck মন Good Luck Good Luck

লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১৯ মে, ২০১৬, ১১:০৬:০২ রাত



মন শুধু, দু’টি শব্দের, শব্দ বুনন

শত ভাবনার বীজ, যায় না গণন।

Good Luck

বীজগুলো মনতলে, ধীরে ধীরে পাতা মেলে।

অঙ্কুরিত হয় কালে, কচি কচি তরু ডালে।

Good Luck

সুখ-দুঃখ, হাসি-কান্নার, শুনে স্পন্দন

আবেগে জড়িয়ে রাখে, করে আলোড়ন।

Good Luck

কখনো নিভৃতে বীজগুলো মরে যায়

ক্ষত চিহ্নের স্মৃতি রাখে, মম যাতনায়।

Good Luck

অবাধ্য মন, কভু কথা নাহি শুনে

চিন্তা না পায় কূল, অতল গহীনে।

Good Luck

অস্থির চিত্ত কেন ডানা ঝাপটায়?

অথৈ সুখের মাঝে, সুখ নাহি পায়।

Good Luck

ভাবে আর লিখে, লিখে আর ছিঁড়ে

ভাবগুলো মিলহীন, নাহি মিলে তীরে।

Good Luck

মন শুধু নয় মন, বহে প্রবল স্রোতের অনুরণ

কোরআন হাদীসের বীজ সদা, করি রোপণ।



বিষয়: বিবিধ

১২২৪ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

369626
২০ মে ২০১৬ রাত ০১:২১
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আসসালামু আলাইকুম প্রিয় বড় আপি। এত সুন্দর করে ছ্বন্দগুলো মিলাও, অবাক লাগে। মাশাআল্লাহ কি চমৎকার কথাগুলো!!!
২০ মে ২০১৬ রাত ০১:৩৫
306752
সন্ধাতারা লিখেছেন : সালাম। কবিতাটি কিন্তু তোমার একটি মন্তব্যকে কেন্দ্র করেই লিখা। লিখেছিলে, তুমি লিখছো আর কাটছো। মাথা কাজ করছে না কিছুতেই। আজকে আমারও সেই দশা হয়েছিলো। সাথে সাথেই মনে পড়লো তোমার মন্তব্যটির কথা। আর এলোমেলো ভাবনা দিয়েই হয়ে গেল লিখা। অবশেষে পোস্ট!

ভালো আছ তো ছোট আপি? তোমাদেরকে আসলে অনেক ভালবাসি। যেমন আজ আফ্রার কথা খুব মনে পড়ছিল ওর অনুপস্থিতির জন্য। মনে হল ওর কোন অসুখ করেনি তো?

মনে হল সাদিয়া আর বৃত্তাপুর কথা! তোমরা সবাই অনেক ভালো মনের এবং উত্তম মানের। আর আমি একটা পচা মেয়ে। বুঝলে ছোট আপু। তাইতো অকারণেই তোমাদেরকে কষ্ট দিই।

২০ মে ২০১৬ রাত ০১:৫২
306753
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : তুমি আমাকে একটু বেশিই ভালবাসো, আদর কর অনেক তাই এগুলো বলছো। যে আদর করে সেই তো শাসন করবে। আমি আপি আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো সেটা বল। হুম! আফরাকে আমিও অনেক মিস করছি। ও সম্ভবত জব নিয়ে একটু বিজি তাই কম কম ব্লগে আসে। আর মাঝে সম্ভবত ব্লগে কিছু একটা হয়েছে ওর সাথে তাই হয়ত একটু কষ্ট পেয়েছে।
সাদিয়া আপু তো আমাকে ভুলেই গেছে আর বৃত্তাপুর তো কোন খবরই নেই কতদিন। তোমার কি মন খারাপ, এভাবে বলছ কেন? কোন কষ্ট দাওনি আপি।
২০ মে ২০১৬ রাত ০২:১৩
306754
সন্ধাতারা লিখেছেন : কেমন যে আছি ছোট আপু তাইতো জানিনা। কেন জানি এলোমেলো ভাবনাগুলো আজ আমাকে ভীষণভাবে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। যদিও আমি আমার মত থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। মানসিক শক্তিও রাখি। আলহামদুলিল্লাহ।

তারপরও দেশের মাটি, মানুষ, আপনজন বিরাজিত অবস্থাসহ ব্লগিং জগতের দুরাবস্থায় বিচলিত হয়ে উঠি। আজ অনেক চেষ্টার পর, অনেক কসরত করে ব্লগ পাড়ায় ঢুকতে পেরেছি। আলহামদুলিল্লাহ।

বিষাদের কালো মেঘ মনকে স্পর্শ করলে নিজেকেই নিজে সান্ত্বনা দিলাম এই ভেবে যে, নিশ্চয়ই ব্লগের সুযোগ্য বন্ধুরা শয়তানকে ঘায়েল করতে পেরেছে। তাইতো তারা এই ব্লগের পিছনে মরিয়া হয়ে লেগেছে।

আর আফ্রাসহ সকলের জন্য শুভেচ্ছা ও দোয়া রইলো। ব্লগ পরিবারে আমরা যা বলি তা নিতান্তই আপনজন ভেবে।

রমযানে তোমার লিখাসহ স্বতঃস্ফূর্ত উপস্থিতির প্রত্যাশা রইলো।
২০ মে ২০১৬ বিকাল ০৫:৩৩
306772
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : গতকাল ব্লগে ঢুকতে বিড়ম্বনার কারণ আলাদা। আইপি এড্রেস চেঞ্জ করেছে ব্লগ কর্তৃপক্ষ তাই কেউ পুরনো এড্রেস দিয়ে ঢুকতে পারছিল না। এমনকি আমাকেও টানা একঘন্টা অনেক বিড়ম্বনা পোহাতে হয়েছে। সুযোগ থাকলে আসলে আমার কোন ইমেইল এড্রেস দিতাম যেন ব্লগ বন্ধ হয়ে গেলেও বিকল্প কোন উপায়ে যোগাযোগ রাখা যেত কিন্তু সম্ভব না। তোমার তো সুযোগ আছে কারণ তুমি যাদের নাম বলেছ সবাই দেশের বাইরে থাকে তোমারই মত তাই তুমি যোগাযোগ রেখো সবার সাথে। আমি দেখেছি আমার জন্য যে টপিক রোজার আলোচনার জন্য দেয়া হয়েছে কিন্তু আমি তো আলিম না, বিবিএ এর স্টুডেন্ট। তাই মাসআলা বিষয়ে লিখা আমার উচিত না। তার জন্য খুব গভীর জ্ঞান প্রয়োজন যেটা আমার নেই। তাই মাদ্রাসায় পড়ে আলিম এবং ব্লগিং করে এমন কেউ তার জন্য উপযুক্ত।
২১ মে ২০১৬ সকাল ১১:৩৭
306800
সন্ধাতারা লিখেছেন : May be I donot know exactly what happened in blog. I would rather request you to select your own topic if possible. Jajakallahu khair.
369636
২০ মে ২০১৬ সকাল ০৫:১৮
শেখের পোলা লিখেছেন : সুন্দর হয়েছে। ভালো লাগলো। অনেক ধন্যবাদ।
২১ মে ২০১৬ সকাল ১১:৩৮
306801
সন্ধাতারা লিখেছেন : Salam. Jajakallah for your valuable presence n kind inspiration.
369654
২০ মে ২০১৬ সন্ধ্যা ০৬:১৫
বিবর্ন সন্ধা লিখেছেন :
السلام عليكم ورحمة الله وبركاته


"অস্থির চিত্ত কেন ডানা ঝাপটায়?

অথৈ সুখের মাঝে, সুখ নাহি পায়"

ঠিক বলেছো আপুনি,
সারা পৃথিবীর সব সুখ পেলে ও
বোধহয় আমাদের বেহায়া মনের তৃপ্তি মিটবে না।
মহান আল্লাহ বলেছেন না,
আদমের পেট মাটি ছাড়া ভড়ে না। Crying
২১ মে ২০১৬ সকাল ১১:৪০
306802
সন্ধাতারা লিখেছেন : Salam apu for your important comment with your valuable presence. Jajakallahu khair.
369716
২১ মে ২০১৬ দুপুর ০১:০৪
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মা-শা আল্লাহ, জ্ঞানীদের আকাআকিও অনেক সময় ভালো কোন উপদেশ বাণী হয়ে যায়, মাহদিয়ার মত হলে তো কথাই নেই, সোনায় সোগাহা। শুভেচ্ছা রইল।
২৬ মে ২০১৬ রাত ০৮:৪৭
307195
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় আংকেলজ্বী।
এভাবে লজ্জা দেয়া কেন?

আপনাদের জন্যও শুভেচ্ছা নিরন্তর।
369917
২৩ মে ২০১৬ রাত ০৯:০৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আস্ সালামু আলাইকুম,অসাধারণ প্রকাশ মাশাআল্লাহ!
২৬ মে ২০১৬ রাত ০৮:৪৯
307196
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় ভাইয়া।
উৎসাহ দানের জন্য নিরন্তর শুভেচ্ছা ।
370449
৩০ মে ২০১৬ রাত ০১:৩৭
০১ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:১৪
307518
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ।

অশেষ ধন্যবাদ ও নিরন্তর শুভেচ্ছা।
370450
৩০ মে ২০১৬ রাত ০১:৪২
০১ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:১৪
307519
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ।

অশেষ ধন্যবাদ ও নিরন্তর শুভেচ্ছা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File