প্রভুর গুণগান ও আমার প্রার্থনা

লিখেছেন লিখেছেন আব্দুল্লাহ বিন কামরুল ১৯ মে, ২০১৬, ০৯:০১:১৭ রাত

(আমার প্রথম কবিতা,প্রায় ১ মাস আগে লিখেছিলাম)

মহান আল্লাহ পরম করুণাময় সর্বশ্রেষ্ঠ দয়াময়,

মালিক তিনি পৃথিবীতে আছে যত আশয়-বিষয় ।

তিনি স্রষ্টা তিনি দয়াবান, তিনি ক্ষমাবান প্রভু,

মাফ করে দেও হে প্রভু, যদি ভুল করি আমি কভু ।

তোমার গুণগানে সারাজীবন আমি লিখি যেন কবিতা,

তুমি সৃষ্টি করেছো এই পৃথিবী, চন্দ্র, সবিতা ।

আমার আত্মার সাথে বেধে দেও ইসলাম, হে দয়াবান,

আমার জীবনের সাথে মিশিয়ে দেও কুরআন ।

আমার জীবনে ঘটে গেছে বিপ্লব,

ভেঙ্গে গেছে শয়তানের আয়না।

মুছে গেছে কালো দাগ,

ভরে গেছে মনে আমার ইসলামী বায়না ।

হে মনের পরিবর্তনকারী দয়াময়,

মাফ করে দেও তুমি পরম করুণাময় ।

শান্তিতে মোর জীবন-মন দেও ভরে,

শান্তির পতাকা নিয়ে যেন সারাজীবন যেতে পারি লড়ে ।

আমার প্রভু মহান আল্লাহ, তিনি বড় দয়াময় ।

-আসাদুল ইসলাম আব্দুল্লাহ বিন কামরুল

২৪/৪/২০১৬, কাঁঠাল বাগান, ঢাকা ।

বিষয়: সাহিত্য

৯২০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File