যে দুর্লভ ছবিগুলো হৃদয়ের কথা বলে.....!!

লিখেছেন লিখেছেন সত্যের সন্ধ্যানে ২৪ নভেম্বর, ২০১৫, ১২:২৪:২৯ দুপুর

"তোমার এই হাসিমাখা মুখখানা আর

দেখিবনা বলে,মনে বড়ই ব্যাথা,,

যে কারনে তুমি বিলিয়ে দিলে জীবন

সেই লক্ষ কভু যাবেনা বৃথা।।"-















ছবিঃ

বিভিন্ন পুরষ্কার বিতরণী অনুষ্ঠান,

বন্যার্তদের সহায়তা,

কুটনৈতিক আলাপ,

জনসমুদ্রে জনগনের উদ্দেশ্যে ভাষনে

সদা হাসসোজ্বল প্রিয় নেতা শহীদ আলী আহসান মুহাম্মদ মুজাহিদ ।সংগ্রহ











বিষয়: বিবিধ

১৫৬৬ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

351200
২৪ নভেম্বর ২০১৫ দুপুর ০১:৪২
হতভাগা লিখেছেন : কিছু কিছু ভাল মানুষী উনারা দেখিয়েছেন ৭১ এ কৃত অপরাধকে ঢাকতে । তবে বাংলাদেশের মানুষের মনে উনাদের জন্য খুব কম সিম্পেথীই আছে ।
২৪ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:১৭
291566
জ্ঞানের কথা লিখেছেন : মুসলিম হিসেবে সিম্পেথি আছে। এটিও হাদিসে আছে ভালো কাজ মন্দ কাজকে মুছে দেয় ও সে স্থান দখল করে। সত্য মিথ্যা আল্লাহু আলাম। আল্লাহ তাদের মাফ করুন।
351221
২৪ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:৫২
আফরা লিখেছেন : রক্তের বন্ধন নেই ,আত্বীয়তার সম্পর্ক নেই , উনাদের আমি চিনি না ,জানি না তবু উনাদের জন্য আমার চোখে পানি আসে ।

আল্লাহ উনাদের শাহাদাতকে কবুল করুন ।
351224
২৪ নভেম্বর ২০১৫ বিকাল ০৪:০২
হক সাহেব লিখেছেন : কীর্তিমানের মৃত্যু নেই
351245
২৪ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৩৪
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! একেই বলে ইসলামি বন্ধন কেউ কারো স্বজন নয়, আপনজন নয় তারপরও কত ভালোবাসা। আল্লাহ উনাদেরকে কবুল করুন ও জান্নাতুল ফিরদাউসের উচ্চাসনে আসীন করুন। আমিন।
351262
২৪ নভেম্বর ২০১৫ রাত ০৮:৪৪
শেখের পোলা লিখেছেন : '' নিঃশেসে প্রান যে করিবে দান,ক্ষয় নাই তার ক্ষয় নাই ওরে৷'

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File