যুগে যুগে সবার দাদাই গল্প শোনায় এবং ভবিষ্যতেও শোনাবে

লিখেছেন লিখেছেন চোরাবালি ২৪ নভেম্বর, ২০১৫, ১২:১৩:৪৬ দুপুর

বানরের টুপি নিয়ে যাবার গল্প কম বেশী সবারই জানা। তারপরও লিখি আরেকবার-

একদা এক বয়ষ্ক ঘন জঙ্গল অতিক্রম কালে একটি বানরের দল আকষ্কিক উপস্থিত হয়া তাহার মস্কত হইতে টুপি লইয়া বৃক্ষের মগডালে উঠিয়া অট্টোহাসিতে আমোদ করিতে লাগিল। বয়ষ্ক অনুনয় বিনয় করিয়া বানর কুলের কাছে টুপি ফেরত চাহিয়া নিষ্ফল হইলেন। হঠাৎ তাহার মাথায় বুদ্ধি আসিল। সে একটা ঠিল লইয়া এমনি ভাবে ছুড়িলে যেন বোঝা যায় যে মাথা থেকেই ঢিল বের করিয়াছে। সঙ্গে সঙ্গে বানরও উল্টা সেই টুপি হাতে লইয়া ছুড়িয়া মারিলেন। বয়ষ্ক টুপি হাতে পাইয়া দ্রুত পদে চলিয়া আসিলেন। এবং গৃহে গিয়ে নাতি নাতনিদের কাছে বিস্তর বর্ণনা করিলেন।

দীর্ঘকাল অতিক্রান্ত হইয়া বয়ষ্কের নাতিও একদা জঙ্গলে একই সমস্যার সম্মুখীন হইলে দাদার গল্পের ন্যায় চেষ্টা করিলেন এবং সঙ্গে সঙ্গে বানর আসিয়ে গালে থাপ্পর দিয়া কহিলেন- শুধু তোমাদের দাদারাই গল্প শোনায় না আমাদের দাদারও শোনায়।

দাদারা একদিন চলে যায় গল্প কিন্তু থেকেই যায়।

বিষয়: বিবিধ

১২৮৪ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

351192
২৪ নভেম্বর ২০১৫ দুপুর ১২:৫৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : গল্পের শিক্ষটা সবাই যে নিতে পারেনা সেটাই সমস্যা!
২৪ নভেম্বর ২০১৫ দুপুর ০২:২৩
291539
চোরাবালি লিখেছেন : হুম, শিক্ষানেবার মত জ্ঞান তো থাকা চাই
351197
২৪ নভেম্বর ২০১৫ দুপুর ০১:২৮
সিটিজি৪বিডি লিখেছেন : ভালো লাগলো
২৪ নভেম্বর ২০১৫ দুপুর ০২:২৩
291540
চোরাবালি লিখেছেন : ধন্যবাদ
351199
২৪ নভেম্বর ২০১৫ দুপুর ০১:৩৮
আবু জান্নাত লিখেছেন : দারুন শিক্ষনীয় বটে।
২৪ নভেম্বর ২০১৫ দুপুর ০২:২৩
291542
চোরাবালি লিখেছেন : ধন্যবাদ,
351223
২৪ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:৫৫
আফরা লিখেছেন : দারুন ভাল লাগল শিক্ষনীয় ও বটে।
ধন্যবাদ নিবেন ।
২৯ নভেম্বর ২০১৫ সকাল ০৮:১৫
292151
চোরাবালি লিখেছেন : ধন্যবাদ আপনাকেও
351243
২৪ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৩০
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৯ নভেম্বর ২০১৫ সকাল ০৮:১৫
292152
চোরাবালি লিখেছেন : ওয়ালাইকুম আর সালাম
351263
২৪ নভেম্বর ২০১৫ রাত ০৮:৪৯
শেখের পোলা লিখেছেন : ভবিষ্যতের দাদারা গল্প শোনাতে নাতি পাবেননা কারণ দাদা ওল্ড হোমে আর নাতি বাড়িতে থাকবে৷ আর ঐ নাতিরা গল্পও শিখতে পারবেনা৷
২৯ নভেম্বর ২০১৫ সকাল ০৮:১৬
292153
চোরাবালি লিখেছেন : আশংকাটি উড়িয়ে দেয়া যায় না

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File