যুগে যুগে সবার দাদাই গল্প শোনায় এবং ভবিষ্যতেও শোনাবে
লিখেছেন লিখেছেন চোরাবালি ২৪ নভেম্বর, ২০১৫, ১২:১৩:৪৬ দুপুর
বানরের টুপি নিয়ে যাবার গল্প কম বেশী সবারই জানা। তারপরও লিখি আরেকবার-
একদা এক বয়ষ্ক ঘন জঙ্গল অতিক্রম কালে একটি বানরের দল আকষ্কিক উপস্থিত হয়া তাহার মস্কত হইতে টুপি লইয়া বৃক্ষের মগডালে উঠিয়া অট্টোহাসিতে আমোদ করিতে লাগিল। বয়ষ্ক অনুনয় বিনয় করিয়া বানর কুলের কাছে টুপি ফেরত চাহিয়া নিষ্ফল হইলেন। হঠাৎ তাহার মাথায় বুদ্ধি আসিল। সে একটা ঠিল লইয়া এমনি ভাবে ছুড়িলে যেন বোঝা যায় যে মাথা থেকেই ঢিল বের করিয়াছে। সঙ্গে সঙ্গে বানরও উল্টা সেই টুপি হাতে লইয়া ছুড়িয়া মারিলেন। বয়ষ্ক টুপি হাতে পাইয়া দ্রুত পদে চলিয়া আসিলেন। এবং গৃহে গিয়ে নাতি নাতনিদের কাছে বিস্তর বর্ণনা করিলেন।
দীর্ঘকাল অতিক্রান্ত হইয়া বয়ষ্কের নাতিও একদা জঙ্গলে একই সমস্যার সম্মুখীন হইলে দাদার গল্পের ন্যায় চেষ্টা করিলেন এবং সঙ্গে সঙ্গে বানর আসিয়ে গালে থাপ্পর দিয়া কহিলেন- শুধু তোমাদের দাদারাই গল্প শোনায় না আমাদের দাদারও শোনায়।
দাদারা একদিন চলে যায় গল্প কিন্তু থেকেই যায়।
বিষয়: বিবিধ
১২৮৪ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ নিবেন ।
মন্তব্য করতে লগইন করুন