শ্বাপদ শকুনের দেশ

লিখেছেন লিখেছেন জাহাঙ্গীর ফারুক ২৪ নভেম্বর, ২০১৫, ১২:০২:০৪ দুপুর

শ্বাপদ শকুনের বেশে আমার স্বদেশ !

বিচার কিংবা অবিচার যাই হউক,

ফাঁসির রজ্জুতে ঝুলছে মানুষ।

মৃত্যুর রোশনাই এখানে প্রবল !

মানবের মৃত্যুতে এখানে মিষ্টি

বিলায় ল্যাজ কাটা শয়তান।

ওরা কি মানব প্রজন্ম

নাকি হিংস্র হায়েনার দল?

অবাক আমি, কুণ্ঠিত আমি,

এ লজ্জা কোথায় তবে রাখি ?

মানবের বেশে দানব ওরা

চিবিয়ে খুবলে খায় তারা

মানবের হাড্ডি সকল।

এত লজ্জা কোথায় রাখবো আমি?

পারিনি রুখতে এমন বর্বরতা।

জাগবে না জাতির বিবেক ?

পূর্ব দিগন্তে জ্বলে উঠবে না

আলোকিত রাঙা প্রভাত ?

নাকি অন্ধকার বিবরে লুকিয়ে

নিজেরে, ঘুমিয়ে রবে স্পন্দিত

মানবিক চেতনার পুরানা বিবেক!

বিষয়: বিবিধ

১০৭২ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

351183
২৪ নভেম্বর ২০১৫ দুপুর ১২:৩৩
হতভাগা লিখেছেন : ৭১ এর স্বাধীনতাবিরোধীদের কাছে দেশটা আসলেই কঠিন হয়ে পড়ছে দিনকে দিন
২৪ নভেম্বর ২০১৫ দুপুর ১২:৪৯
291512
জাহাঙ্গীর ফারুক লিখেছেন : তাই কি হতভাগা ? সার্থক নাম আপনার। বিবেকের স্পন্দন কি স্বাধীনতা বিরধিতা ? মানুষের মৃত্যু যাদের হৃদয়কে মথিত করে না তারা সত্যিই দানবের উত্তরসুরি। হায় হতভাগা। হায় আমার জননী জন্মভুমি আমার আমারি স্বদেশ!!!
২৪ নভেম্বর ২০১৫ দুপুর ০২:০১
291532
হতভাগা লিখেছেন : যারা ৭১ এ নিরীহ মুসলমান ভাইদের হত্যা করেছে , করতে সহায়তা করেছে তাদের জন্য বিবেক/সিমপ্যাথী/এমপ্যাথী আসে কোথা থেকে ? এরা তো বাংলাদেশের অভ্যুদয়েরই বিরোধিতা করেছিল সে সময়ে !

সে সময়ে নিরীহ মুসলমান ভাইদেরকে মারার সময় উনাদের হৃদয় কি মথিত হয়েছিল ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File