"ধল পহরের আলো "
লিখেছেন লিখেছেন জাহাঙ্গীর ফারুক ১৩ আগস্ট, ২০১৫, ১০:১২:৪২ সকাল
সুখের লাগিয়া জীবন ভরিয়া
চলিয়াছি একা একা বহু দুর পথ।
মাঝ পথে এসে সুখ পাখি কহে
থামাও এবার রথ।।
ওপারের ডাক শুনা যায়,
দূর পাহাড়ের গাঁয়।
ধল পহরের আলো এখন,
জড়ায় আমার পায়।
বিষয়: বিবিধ
১১৩০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন