"মোহন লাল-মীর মদন"

লিখেছেন লিখেছেন জাহাঙ্গীর ফারুক ২৭ আগস্ট, ২০১৫, ০৪:৩৭:৫৯ বিকাল

হায় মোহনলাল, হায় মীরমদন !

তোরা চিরকাল বিলিয়ে দিলি জীবন।

লুটে-পুটে খায় চিরকাল কেবল সেই তেলেরাম

জগতশেট, উমিচাঁদ,রায় দুর্লভ।

হায় মোহন লাল, হায় মীরমদন !!

আর কতকাল থাকবি তোরা বিস্মৃতির পাতায়?

সেই মীরজাফর ঘসেটি বেগম কেবল

চিরকাল দেখালো দোদন্ড প্রতাপ ।

তিতুমীর, প্রীতিলতা, মঙ্গল পান্ডে,

লক্ষ্যিবাইরা কেবলই হারায় আর হারায় ।

হায় কাল, মহাকাল তোমারে শুধাই,

নেই কি তবে তব কোন দায় ?

বিষয়: বিবিধ

২৫০২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File