ভালবাসা সেতো শুধু ভাল বাসা নয়
লিখেছেন লিখেছেন জাহাঙ্গীর ফারুক ০৬ আগস্ট, ২০১৫, ১২:০৮:১১ দুপুর
অবুঝ মন ভালবাসা চায়,
কেউ তা পায়।
কেউ বা পেয়ে ও হারায়।
খণ্ডিত ভালবাসা নন্দিত নয়।
তুবু ও মন্দ কিসে ,
মিটে তো জীবনের দায়।
ভালবাসা সেতো শুধু
ভাল বাসা নয়।
বিষয়: বিবিধ
১২৩৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অভাব দুয়ারে এলে ভালোবাসা ও ভাল বাসা দুটোই চলে যায়।
মন্তব্য করতে লগইন করুন