ওসমান (রা) এর প্রশ্ন
লিখেছেন লিখেছেন জ্ঞানের কথা ০৬ আগস্ট, ২০১৫, ১১:০৩:২৬ সকাল
ওসমান (রা) জিন্নুরাইন তিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী ও রসুল (সা) এর জামাতা। জিন্নুরাইন বলা হয় কেননা তিনি রসুল (সা) এর দুই মেয়েকে একজন মারা যাবার পরে আর একজনকে বিয়ে করেছিলেন।
ওসমান (রা) ছিলেন ৩য় খোলাফায়ে রাশেদ। অনেক হাদীসে পাওয়া যায় রসুল (সা) এর পরে উত্তম ব্যাক্তি আবু বক্কর (রা) তার পর ওমর (রা) তার পর ওসমান (রা) এর পর আলী (রা)।
শিয়ারা উপরোক্ত ৪ খোলাফায়ে রাশেদীন দের মাঝে ৩ জনকে মানেন না শুধু আলী (রা) ছারা।
খারেজী শীয়ারা যখন ওসমান (রা) কে হত্যা করার জন্য তার ঘড়ের চতুর দিকে অবস্থান নিলো। তখন ওসমান (রা) তাদেরকে কিছু কথা বলেছিলেন:
فَقَالَ أَنْشُدُكُمُ اللَّهَ أَتَعْلَمُونَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لاَ يَحِلُّ دَمُ امْرِئٍ مُسْلِمٍ إِلاَّ بِإِحْدَى ثَلاَثٍ زِنًا بَعْدَ إِحْصَانٍ أَوِ ارْتِدَادٍ بَعْدَ إِسْلاَمٍ أَوْ قَتْلِ نَفْسٍ بِغَيْرِ حَقٍّ فَقُتِلَ بِهِ " . فَوَاللَّهِ مَا زَنَيْتُ فِي جَاهِلِيَّةٍ وَلاَ فِي إِسْلاَمٍ وَلاَ ارْتَدَدْتُ مُنْذُ بَايَعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَلاَ قَتَلْتُ النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ فَبِمَ تَقْتُلُونَنِي
তোমাদেরকে আল্লাহর কসম দিয়ে বলছি,
তোমরা কি জান না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেনঃ এই তিন কারণের একটি ছাড়া মুসলিম ব্যক্তির খুন হালাল নয়-
*বিবাহিত হয়েও যদি যিনা করে বা
*ইসলাম গ্রহণের পর যদি মুরতাদ হয়ে যায় বা
*অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করে আর সে জন্য তাকে হত্যা করা হয়।
আল্লাহর কসম জাযেলী যুগে এবং ইসলামের পরও কখনো আমি যিনায় লিপ্ত হইনি,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর হাতে বায়আতের পর থেকে কখনো মুরতাদ হইনি
আর আল্লাহ তাআলা যে প্রাণ-বধ হারাম করেছেন তা-ও আমি হত্যা করেনি।
সুতরাং কি কারণে তোমরা আমাকে হত্যা করতে চাও?
(সুনান আত তিরমযী, ফিতনা অধ্যায়, হা/২১৫৮)
ওসমান (রা) এর এই কথাগুরো পড়লে গায়ে শীহরণ দিয়ে ওঠে। খারেজী শীয়ারা কি পরিমান খারাপ তা বুঝতে পারায় গায়ের লোম দারিয়ে যায়।
বর্তমানেও অনেক নামধারী খারেজী শীয়াদের অনুসারী আছে যারা মুসলিমদেরকে হত্যা করে কোন শরয়ী কারণ ছাড়াই। নিশ্চই শরয়ী কারণ ছাড়া মুসলিমকে হত্যা করা নিষিদ্ধ।
আল্লাহ আমাদেরকে বোঝার তাওফীক দান করুন।
বিষয়: বিবিধ
১৩০০ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নুমান আলী খানও এরকম বলে।
আরোও আছে এরকম বলার লোক। এমনকি এই ব্লগেও অনেকে আছে শিয়াদেরকে সার্টিফিকেট দেন।
শীআরা কি আসলে মুসলমান? একটি পর্যালোচনা
ব্লগে যে কয়টা শীআ দরদী আর ছুপা শীআ দেখেছি একটাকেও বিন্দুমাত্র ছাড় দেইনি। আমার বিশ্বাস, সময়মতো এইসব মুনাফেক রাফেজী জায়েনিস্টের বাচ্চারা কাফেরদের সাথে মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলবে। অতীতে এমন নজীর অনেক, বর্তমানেও কিছু দেখা যাচ্ছে।
ওসমান (রা) এর হত্যাকারীদের বিচার করার আগেই খারেজী শিয়া মুলজিম আলী (রা) কে বিশ মাখা ছুড়ি দিয়ে ফজরের সময় আঘাত করেন ফলে পরবর্তিতে নিতিন মারা যান।
জাজাকাল্লাহু খায়র।
মন্তব্য করতে লগইন করুন