ওসমান (রা) এর প্রশ্ন

লিখেছেন লিখেছেন জ্ঞানের কথা ০৬ আগস্ট, ২০১৫, ১১:০৩:২৬ সকাল



ওসমান (রা) জিন্নুরাইন তিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী ও রসুল (সা) এর জামাতা। জিন্নুরাইন বলা হয় কেননা তিনি রসুল (সা) এর দুই মেয়েকে একজন মারা যাবার পরে আর একজনকে বিয়ে করেছিলেন।

ওসমান (রা) ছিলেন ৩য় খোলাফায়ে রাশেদ। অনেক হাদীসে পাওয়া যায় রসুল (সা) এর পরে উত্তম ব্যাক্তি আবু বক্কর (রা) তার পর ওমর (রা) তার পর ওসমান (রা) এর পর আলী (রা)।

শিয়ারা উপরোক্ত ৪ খোলাফায়ে রাশেদীন দের মাঝে ৩ জনকে মানেন না শুধু আলী (রা) ছারা।

খারেজী শীয়ারা যখন ওসমান (রা) কে হত্যা করার জন্য তার ঘড়ের চতুর দিকে অবস্থান নিলো। তখন ওসমান (রা) তাদেরকে কিছু কথা বলেছিলেন:

فَقَالَ أَنْشُدُكُمُ اللَّهَ أَتَعْلَمُونَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ لاَ يَحِلُّ دَمُ امْرِئٍ مُسْلِمٍ إِلاَّ بِإِحْدَى ثَلاَثٍ زِنًا بَعْدَ إِحْصَانٍ أَوِ ارْتِدَادٍ بَعْدَ إِسْلاَمٍ أَوْ قَتْلِ نَفْسٍ بِغَيْرِ حَقٍّ فَقُتِلَ بِهِ ‏"‏ ‏.‏ فَوَاللَّهِ مَا زَنَيْتُ فِي جَاهِلِيَّةٍ وَلاَ فِي إِسْلاَمٍ وَلاَ ارْتَدَدْتُ مُنْذُ بَايَعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَلاَ قَتَلْتُ النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ فَبِمَ تَقْتُلُونَنِي

তোমাদেরকে আল্লাহর কসম দিয়ে বলছি,

তোমরা কি জান না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেনঃ এই তিন কারণের একটি ছাড়া মুসলিম ব্যক্তির খুন হালাল নয়-

*বিবাহিত হয়েও যদি যিনা করে বা

*ইসলাম গ্রহণের পর যদি মুরতাদ হয়ে যায় বা

*অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করে আর সে জন্য তাকে হত্যা করা হয়।

আল্লাহর কসম জাযেলী যুগে এবং ইসলামের পরও কখনো আমি যিনায় লিপ্ত হইনি,

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর হাতে বায়আতের পর থেকে কখনো মুরতাদ হইনি

আর আল্লাহ তাআলা যে প্রাণ-বধ হারাম করেছেন তা-ও আমি হত্যা করেনি।

সুতরাং কি কারণে তোমরা আমাকে হত্যা করতে চাও?

(সুনান আত তিরমযী, ফিতনা অধ্যায়, হা/২১৫৮)

ওসমান (রা) এর এই কথাগুরো পড়লে গায়ে শীহরণ দিয়ে ওঠে। খারেজী শীয়ারা কি পরিমান খারাপ তা বুঝতে পারায় গায়ের লোম দারিয়ে যায়।

বর্তমানেও অনেক নামধারী খারেজী শীয়াদের অনুসারী আছে যারা মুসলিমদেরকে হত্যা করে কোন শরয়ী কারণ ছাড়াই। নিশ্চই শরয়ী কারণ ছাড়া মুসলিমকে হত্যা করা নিষিদ্ধ।

আল্লাহ আমাদেরকে বোঝার তাওফীক দান করুন।

বিষয়: বিবিধ

১৩০০ বার পঠিত, ২৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

334046
০৬ আগস্ট ২০১৫ সকাল ১১:২১
হতভাগা লিখেছেন : খলের হয় না অভাব ছলের
০৬ আগস্ট ২০১৫ দুপুর ১২:২৫
276175
জ্ঞানের কথা লিখেছেন : আপনার কমেন্টএর কথাগুলো বোধগম্য হলো না ভাই।
334078
০৬ আগস্ট ২০১৫ দুপুর ০১:৫৯
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! সঠিক বুঝের অভাব আমাদের! আপনাকে যাযাকুমুল্লাহ
০৬ আগস্ট ২০১৫ দুপুর ০২:০১
276200
জ্ঞানের কথা লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম। মূল্যবান কথা বলেছেন। ওয়া আইয়্যাকুম।
334081
০৬ আগস্ট ২০১৫ দুপুর ০২:৩১
নেহায়েৎ লিখেছেন : ওসমান (রা) এর এই কথাগুরো পড়লে গায়ে শীহরণ দিয়ে ওঠে। খারেজী শীয়ারা কি পরিমান খারাপ তা বুঝতে পারায় গায়ের লোম দারিয়ে যায়।
০৬ আগস্ট ২০১৫ দুপুর ০২:৪২
276210
জ্ঞানের কথা লিখেছেন : জাজাকাল্লাহু খায়র। আমার কথাগুলো আপনার কথা দেখে খুব ভালো লাগছে ভাই।
০৮ আগস্ট ২০১৫ সকাল ০৯:৫৩
276503
নেহায়েৎ লিখেছেন : ভাই আপনি আমার উপর এত মাইন্ড করেন ক্যান!!!
০৯ আগস্ট ২০১৫ দুপুর ১২:১২
276711
জ্ঞানের কথা লিখেছেন : আপনি মাইন্ড খাচ্ছেন তাই। হাহাহাহা
334092
০৬ আগস্ট ২০১৫ দুপুর ০২:৫২
চিরবিদ্রোহী লিখেছেন : অবাক লাগে যখন সব জেনে শুনেও তথাকথিক কিছু ইসলামি স্কলার (!) শিআ-সুন্নি ঐক্যের ওযুহাতে শিআদের মুসলান হওয়ার সার্টিফিকেট দেয়।
০৬ আগস্ট ২০১৫ দুপুর ০৩:১৬
276225
জ্ঞানের কথা লিখেছেন : জাজাকাল্লাহু খায়র। সেদিন দেখলাম তাবলিগ জামাতের পাকিস্তানী আমীর তারেক জামিল বলছে "শিয়া সুন্নী সবাই এক সবাই মুসলমান"
নুমান আলী খানও এরকম বলে।

আরোও আছে এরকম বলার লোক। এমনকি এই ব্লগেও অনেকে আছে শিয়াদেরকে সার্টিফিকেট দেন।
০৬ আগস্ট ২০১৫ বিকাল ০৫:০৩
276246
চিরবিদ্রোহী লিখেছেন : এই লেখাটা পড়ে দেখার অনুরোধ রইলো।
শীআরা কি আসলে মুসলমান? একটি পর্যালোচনা

ব্লগে যে কয়টা শীআ দরদী আর ছুপা শীআ দেখেছি একটাকেও বিন্দুমাত্র ছাড় দেইনি। আমার বিশ্বাস, সময়মতো এইসব মুনাফেক রাফেজী জায়েনিস্টের বাচ্চারা কাফেরদের সাথে মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলবে। অতীতে এমন নজীর অনেক, বর্তমানেও কিছু দেখা যাচ্ছে।
০৬ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:০২
276251
জ্ঞানের কথা লিখেছেন : জাজাকাল্লাহু খায়র। ইনশাআল্লাহ পড়ে আপনাকে কমেন্ট করে জানাবো ভাই।
334106
০৬ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৩৬
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভাল পোস্ট। ভাল লাগল, আরো পোস্ট করুন..ধন্যবাদ..
০৬ আগস্ট ২০১৫ বিকাল ০৪:৫৯
276245
জ্ঞানের কথা লিখেছেন : জাজাকল্লাহু খায়র। ইনশাআল্লাহ লিখবো।
334167
০৬ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৫২
ঝিঙেফুল লিখেছেন : ধন্যবাদ Rose
০৭ আগস্ট ২০১৫ সকাল ০৭:৫৬
276354
জ্ঞানের কথা লিখেছেন : জাজাকিল্লাহু খায়রা। ফুল পেয়ে খুব খুশি হলাম।
334191
০৬ আগস্ট ২০১৫ রাত ০৯:৩৫
এ,এস,ওসমান লিখেছেন : হযরত ওসমান (রাঃ) যখন শহীদ হন তখন তো আলী (রাঃ) তো জীবত ছিলেন। পরে তিনি খলিফা হওয়ার পর কি ওসমান (রাঃ) হত্যা কারীদের শাস্তি দিয়েছিলেন ??
০৭ আগস্ট ২০১৫ সকাল ০৮:০১
276355
জ্ঞানের কথা লিখেছেন : হত্যার পরে রাষ্ট্রের অবস্থা বেশ নাজুক হয়ে পড়ে। আলী (রা) এর হাতে সবাই বায়াত নিলে আলী (রা) প্রথমত রাষ্ট্রকে স্বাভাবীক করার চিন্তা করেন। কিন্তু মুআবিয়া (রা) ওসমান (রা) এর হত্যাকারীদের কে আগে শাস্তি দিতে বলেন। এভাবে তাদের মাঝে মনমালিন্যর শুরু হয়। এর পর আলী (রা) বলেছিলেন যে, বিচার হবে একটু স্বাভাবীক হবার পর। তিনিও ওসমান (রা) এর হত্যাকারীদের বিচার করতে চেয়েছিলেন তবে তার মত আর মুআবিয়া (রা) এর মত না মেলাতে মনমালিন্য। পরবর্তিতে এর মাঝে খারেজি দের আগমন ঘটে। খারেজীদেরকে আলী (রা) হত্যা করেন।

ওসমান (রা) এর হত্যাকারীদের বিচার করার আগেই খারেজী শিয়া মুলজিম আলী (রা) কে বিশ মাখা ছুড়ি দিয়ে ফজরের সময় আঘাত করেন ফলে পরবর্তিতে নিতিন মারা যান।

জাজাকাল্লাহু খায়র।
০৭ আগস্ট ২০১৫ দুপুর ১২:২৩
276413
এ,এস,ওসমান লিখেছেন : Rose Rose
334252
০৭ আগস্ট ২০১৫ সকাল ০৭:৫০
ফাতিমা মারিয়াম লিখেছেন : শিক্ষণীয় পোস্ট Praying
০৭ আগস্ট ২০১৫ সকাল ০৯:০৯
276371
জ্ঞানের কথা লিখেছেন : জাজাকিল্লাহ!
334487
০৮ আগস্ট ২০১৫ দুপুর ০৩:০৫
জাহাঙ্গীর ফারুক লিখেছেন : ধন্যবাদ। অনেক না জানা তথ্য জানলাম।
০৯ আগস্ট ২০১৫ দুপুর ১২:১০
276708
জ্ঞানের কথা লিখেছেন : আলহামদুলিল্লাহ! এটি আমার জন্য সাদাকায়ে জারিয়া হয়ে থাকবে ইনশাআল্লাহ।
১০
344810
০৭ অক্টোবর ২০১৫ দুপুর ০২:০২
জাহাঙ্গীর ফারুক লিখেছেন : ভালো লাগলো । ধন্যবাদ । যথার্থ বলেছেন - যুক্তি সঙ্গত কারন ছাড়া কাউকে হত্যা করা নিকৃষ্টতম কাজ। যার শাস্তি নিরঙ্কুশ জাহান্নাম।
০৭ অক্টোবর ২০১৫ দুপুর ০২:২৯
286114
জ্ঞানের কথা লিখেছেন : যুক্তি নয়, শরীয়তে মৃত্যুদন্ড পাবে এমন কারন না হলে কোন মানুষকে হত্যা করলে সে যেন গোটা মানবজাতীকে হত্যা করলো।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File