সত্য প্রকাশ
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২৮ জুলাই, ২০১৫, ০১:৫৪:২৬ রাত
ভদ্র ভাষায় থ্রেড দিল
কাল, ভদ্র একজনা
বলল আমায় তোমার মতো
আমিও একমনা।
'
ছড়া-কবিতা লিখছ ভাল
কোন সন্দেহ নাই
‘সত্য কথা’র প্রকাশ হবে
এমন কেন ভাই?
'
সত্য কি আর এমন কিছু
হারিয়ে যাবে হাওয়ায়
তবে কেন করবে প্রকাশ
ফেইছ বুকের দাওয়ায় ?
'
‘সত্য কথা’ করলে প্রকাশ
মানুষ বলবে কি?
আদর্শবান মানুষ মোরা
যদি কেউ বলে ছি।
'
ভদ্র ভাষায় থ্রেড দিয়ে সে
বলল অনেক কথা
সত্য প্রকাশ কেন বাড়ায়
তাদের মাথা ব্যথা ?
'
কিসের জন্য তারা সত্য
লুকায়, মিথ্যার আড়ালে
আদর্শের মুখোশ কি
খুলে যাবে সত্য দাঁড়ালে ? ??
২৭.০৭.২০১৫
বিষয়: বিবিধ
৮৬৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন