"মাতৃভুমি বিলাস"

লিখেছেন লিখেছেন নূর আল আমিন ২৮ জুলাই, ২০১৫, ০২:১২:১৭ রাত

"চাঁদের আলোতে কি

সব কিছু সুন্দর লাগে।?

নাকি যার যার চোখে

শুধু নিজ স্ত্ৰীকে।?

ট্ৰেন চলছে আপন

গতিতে শিরীনের

চেহারার দিকে চেয়ে,

আমার আপন, ভাবনার

গতিও বাড়ছে!!!

-

এত্ত সুন্দর মানুষ?

নাকি দাদী, নানী,

চাচি, ফুফুদের মুখে

শোনা। ছোট্টকালেরে

রুপকথার গল্পের

স্বপ্নের বানেছা পরী?

নিজেকেও রহিম

বাঁদশা মনে হচ্ছে।

-

ট্ৰেন যে, দুরন্ত

গতিতে, মাঠ খাল,

বিল, গ্ৰাম ছেড়ে

গ্ৰামে শহর ছেড়ে

নগরের। উপর দিয়ে।

হাওয়ায়। হাওয়ায়

ভাসিয়ে নিয়ে যাচ্ছে।

এতে নিজেকে রহিম

বাঁদশা, বৌ.কে বাঁনেছা

পরী ভাবা ছাডা উপায়

দেখিনা!!!

-

"সিলেট স্টেশন থেকে

ট্ৰেন ছাড়ার পরেই

ক্লান্ত শিরীন।

মাথাটা, রেখে লক্ষী

স্ত্ৰীর মতো ঘুমিয়ে

গেছে।ইচ্ছে হচ্ছিলো

জাগাই, কিন্তু,

ভাবলাম। নাহ,

সারাদিন বাড়িতে

কষ্ট করেছে। একটু

ঘুমাক, ঘুমের মধ্যে

চাঁদের আলোয় মায়াবী

মুখটা দেখা মন্দ না



-

"বৌ আমার আবদার

করেছিলো। পার্বত্যে

যেয়ে। আল্লাহর

অপরুপ সৃষ্টিকে কাছ

থেকে, দেখার। কিন্তু

পাৰ্বত্যের পরিবেশের

জন্য, আবদার রাখতে

পারিনি।!

-

এখন যেহেতূ অবসর

আছি, তাই ভাবলাম।

স্ত্ৰীর আবদারটা

রাখি। যেহেতু আমি

ধনী নয়, মালয়েশিয়া

বা থাইল্যান্ডে বৌকে

নিয়ে ভ্ৰমনের সাধ্য

নাই।!!! তাই নিজ

মাতৃভুমির সৌন্দর্যই

উপভোগ করে আসি

-

"জানি পাৰ্বত্য

চট্টগ্ৰাম, কাগজে

কলমে এদেশের হলেও

দখল করে রেখেছে

বাৰ্মিজ সেটেলার

খাপ্পারা, এ,ও জানি

সেখানে যাওয়া

পৰ্যটকরা। বৰ্মী

খাপ্পাদের নিৰ্যাতনে

শিকার হয়!!!

-

তবে ভালোই লাগতেছে,

স্ত্ৰীর মনে, লালিত

আবদার রাখতে পারছি

ভেবে

বিষয়: বিবিধ

৮৬৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

332118
২৮ জুলাই ২০১৫ রাত ০৩:০৫
332148
২৮ জুলাই ২০১৫ সকাল ০৮:৪৬
হতভাগা লিখেছেন :



বহু দিন ধরে বহু ক্রোশ দূরে
বহু পথ হয়ে বহু দেশ ঘুরে
দেখিতে গিয়াছি পর্বত মালা
দেখিতে গিয়াছি সিন্ধু
দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর থেকে শুধু দুই পা ফেলিয়া
একটি ধানের শীঁষের উপর
একটি শিশির বিন্দু

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File