একদিনের ঈদ
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১৭ জুলাই, ২০১৫, ০২:৪৫:২৯ রাত
দূর আকাশে উঠছে দেখ
ঈদের বাঁকা চাঁদ
দুনিয়া জুড়ে খুশীর জোয়ার,
আমি প্রনব নাদ।
'
পড়বে নতুন জামা কাপড়
খাবে হরেক খাবার
খুশীর জোয়ার বইবে কাল
ঘরে ঘরে সবার।
'
ধনী গরিব বিভেদ ভুলে
দাঁড়াবে এক কাতারে
পড়বে নামাজ পুণ্যস্নানে
ভাসবে এক সাঁতারে।
'
একদিনের ঈদের জন্য
হয় কত আয়োজন
দিনের শেষে এক নিমিষে
সবই বিয়োজন।
'
পরের দিনই আবার শুরু
বিভেদ বিভাজন
আসবে কেন এমন ঈদ
কিসের প্রয়োজন?
'
দূর আকাশে উঠছে দেখ
ঈদের বাঁকা চাঁদ
একদিনের খুশীর জোয়ার,
আমি প্রনব নাদ।
16.07.2015
বিষয়: বিবিধ
৯৪৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন