///////// ঈদ ////////

লিখেছেন লিখেছেন শেখের পোলা ১৭ জুলাই, ২০১৫, ০৩:১৮:০২ রাত



ঐ দেখা যায় ঈদের চাঁদ,

ভাংলো বুঝি খুশীর বাঁধ৷

সাজছে শহর আলোর সাজে,

খুশীর ইমেজ সবার মাঝে৷

বাজার বোঝাই পন্য আছে,

পয়সা আছে যাদের কাছে,

বাজার হতে বাজার ঘুরে,

সাধ মিটিয়ে শপিং করে৷

পাখি পোষাক কিরণ মালা,

হৃদয়ে কারও দিচ্ছে দোলা৷

রং মেলানো চুড়ি ফিতা,

শেরোয়ানী ও নাগরা জুতা৷

ঘুরছে মানুষ দলে দলে,

দিচ্ছে সালাম, মিলছে গলে৷

কোরমা পোলাও টিক্কা কারি,

গন্ধে বাতাস বেজায় ভারী৷

এমনই খুশীর ঈদের দিনে,

ভিড় কেন ঐ ডাষ্ট বিনে?

উদোম শরীর হাতে থালা,

সঙ্গে নিয়ে জঠর জ্বালা,

উদাস চোখে রয়েছে বসি’৷

ওর কেন নাই ঈদের খুশী?

রাজন হারা মায়ের চোখে,

ঈদ কি কভু দেখবে লোকে?

জাকাত শাড়ি আনতে গিয়ে,

জীবন দিল পিষ্ঠ হয়ে৷

দিনটি তাদের কেমন যাবে,

কেউকি তাদের খবর লবে?

বিষয়: বিবিধ

৯০৩ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

330341
১৭ জুলাই ২০১৫ সকাল ০৮:১৭
হতভাগা লিখেছেন : রোজার সময় খায় দিনে

ঈদের ফূর্তি তারাই কিনে
১৭ জুলাই ২০১৫ রাত ১০:০২
272624
শেখের পোলা লিখেছেন : হাচা কথা৷ পাকার উপর দাঁড়িয়ে কন৷ধন্যবাদ
330395
১৭ জুলাই ২০১৫ রাত ০৮:০৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : তবুও আসছে ঈদ।
ভাঙ্গুক মোদের নিদ।
১৭ জুলাই ২০১৫ রাত ১০:০৩
272625
শেখের পোলা লিখেছেন : নীদ যে আমাদের কবে ভাঙবে জানিনা৷ ধন্যবাদ
330448
১৮ জুলাই ২০১৫ রাত ০১:২১
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ঈদ আনন্দের পাশাপাশি বঞ্চিতদের কথাও। দারুণ ছড়া
১৮ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:২৬
272741
শেখের পোলা লিখেছেন : আমাদের সবেতেই বঞ্চিতদের হক রয়েছে,তাই ছড়াতে কেন থাকবেনা বলেন? ঈদ মুবারক৷ভাল থাকেন৷
331021
২১ জুলাই ২০১৫ রাত ০৮:০৮
মোহাম্মদ লোকমান লিখেছেন : সুন্দর এবং সময়োপযোগী ছড়া। খুব ভালো লাগলো।
২১ জুলাই ২০১৫ রাত ০৯:২৮
273253
শেখের পোলা লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ৷
331409
২৪ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৩৮
ফাতিমা মারিয়াম লিখেছেন : আনন্দ বেদনার কাব্য Sad
২৫ জুলাই ২০১৫ রাত ০২:০৪
273747
শেখের পোলা লিখেছেন : আশাকরি আপনি সুস্থ আছেন৷ ভাল থাকেন৷
২৭ জুলাই ২০১৫ দুপুর ০২:৪৩
274197
ফাতিমা মারিয়াম লিখেছেন : আলহামদুলিল্লাহ! ভালো আছি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File