তৃপ্তির ঢেঁকুর

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১৯ মে, ২০১৫, ০৭:০৪:১৪ সন্ধ্যা

তৃপ্তির ঢেঁকুর

তুলে যত কুকুর

খেয়ে মরা গোস্তো,

কেমনে যে ভাবে

আছে খুব লাভে

কিংবা তারা সুস্থ।

'

বিড়ালের ছানা

যদি দেয় হানা

ফেলে যায় সব,

করে ঘেউ ঘেউ

শুনে না যে কেউ

অকারনে তুলে রব।

'

নিজের মাঝে

সিংহের সাজে

দেখায় তাদের ক্ষমতা

হিংস্রের বেশে

তৃপ্তিতে হেসে

ভুলে সৃষ্টির মমতা।

বিষয়: বিবিধ

৮৫৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

321055
১৯ মে ২০১৫ সন্ধ্যা ০৭:১৩
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ আপনাকে
321210
২০ মে ২০১৫ দুপুর ০১:২১
নন্টে ফন্টের মামু লিখেছেন : আঁই নন্টে ফন্টের মামু। আঁই এক্কেরে লতুন আইচি। আঁই আন্নের বন্ধু হবার চাই। আন্নে কি আমারে এইহানে গিয়া দেইখ্যা আইবেন?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File