গতানুগতিক

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১৯ মে, ২০১৫, ০৬:০১:৫৩ সন্ধ্যা

জানিস, আজ সকালে কি হয়েছে?

একটা মোরগ ডেকে উঠেছে,

ডাকে আমার ঘুমটা ভেঙেছে

দেখি পূবের আকাশ লাল হয়েছে

একটু পরেই সূর্য উঠেছে

ঝলমলিয়ে রোদ্র উঠেছে

ক্লাশে যাবার সময় হয়েছে!

জানিস, আজ দুপুরে কি হয়েছে?

রোদের চোটে গরম লেগেছে

ঘামে জামা ভিজে গিয়েছে

ক্লাশও তখন শেষ হয়েছে

বাড়ি ফিরেই ক্ষুধা লেগেছে

বউয়ের রান্না শেষ হয়েছে

খাওয়ার পরেই ঘুম পেয়েছে!

জানিস, আজ বিকেলে কি হয়েছে?

দেখি একটু মেঘ করেছে

একটু পরেই কেটে গিয়েছে

লেখার নেশা মাথায় এসেছে

লিখতে লিখতে ঘোর লেগেছে

মেয়ের ডাকে ঘোর ভেঙেছে

হঠাৎ দেখি সন্ধ্যা নেমেছে!

বিষয়: সাহিত্য

৮৬১ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

321048
১৯ মে ২০১৫ সন্ধ্যা ০৬:২৮
চোথাবাজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২০ মে ২০১৫ বিকাল ০৪:৩৫
262363
সুমন আখন্দ লিখেছেন : ধন্যবাদ
321066
১৯ মে ২০১৫ রাত ০৮:৩৬
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : গতানুগতিক, আসলেই বাস্তবিক। ধন্যবাদ।
২০ মে ২০১৫ বিকাল ০৪:৩৪
262362
সুমন আখন্দ লিখেছেন : ধন্যবাদ।
321102
১৯ মে ২০১৫ রাত ১০:৫১
জোনাকি লিখেছেন : জানিস আমার কি হয়েছে?
লিখাটা ভাল্লগেছে।
২০ মে ২০১৫ বিকাল ০৪:৩৩
262361
সুমন আখন্দ লিখেছেন : একটা মোরগ ডেকে উঠেছে
321211
২০ মে ২০১৫ দুপুর ০১:২১
নন্টে ফন্টের মামু লিখেছেন : আঁই নন্টে ফন্টের মামু। আঁই এক্কেরে লতুন আইচি। আঁই আন্নের বন্ধু হবার চাই। আন্নে কি আমারে এইহানে গিয়া দেইখ্যা আইবেন?
২০ মে ২০১৫ বিকাল ০৪:৩০
262359
সুমন আখন্দ লিখেছেন : লতুন আমারে ডরায়
আমি তারে ভয় পাই
আমরা ঝগড়া করি আবার ভালা পাই===

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File