আসুক কালবৈশাখী
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১৪ এপ্রিল, ২০১৫, ০৫:১২:৩২ সকাল
পুষ্পের নির্বাক কান্না
হারিয়ে গেছে পাপড়ির সুঘ্রাণ
যেন পুষ্পহীন পুষ্প উদ্যান,
পত্র-পল্লবহীন বৃক্ষের আহাজারি
ধাউ ধাউ চৈত্রাগ্নি সর্বত্র
বসন্ত আসে কোকিলের কণ্ঠে নেই
সুমধুর কুহু কলতান।
নদী-মাঠ-প্রান্তর সর্বত্র অগ্নিখেলা
অবেলায় অসময়ে আকাশে উড়ে শকুনেরা ,
শোকের পতাকা আশ্রিত মানচিত্র,
ধাউ ধাউ চৈত্রাগ্নিতে দগ্ধ মনের প্রত্যাশা
এবার বৃষ্টি নয়, আসুক কালবৈশাখী
ধ্বংস হোক সকল অশুভ শক্তির অগ্নিখেলা।
13.04.215
বিষয়: বিবিধ
৮৪২ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন