আপনি কি মুসলিম? আপনি বাঙালী? পাশাপাশি আপনি নববর্ষের ব্যাপারেও উৎসাহী মানে আপনি খুব আগ্রহী?
লিখেছেন লিখেছেন ইসলামিক রেডিও ১৪ এপ্রিল, ২০১৫, ০৭:৫০:৩৮ সকাল
আপনি কি মুসলিম? আপনি বাঙালী? পাশাপাশি আপনি নববর্ষের ব্যাপারেও উৎসাহী মানে আপনি খুব আগ্রহী হয়ে পহেলা বৈশাখ উৎযাপন করছেন? হ্যাঁ তাহলে আপনার জন্যেই-
ইসলামিক রেডিও পরিবেশিত আজকের এই দিনে, পহেলা বৈশাখ সম্পর্কিত দুটি চমৎকার গবেষণাধর্মী লেখা ও একটি ই-বুকঃ
১। ইসলামের দৃষ্টিতে পহেলা বৈশাখ
২। পহেলা বৈশাখ: ইতিহাস ও বিধি-বিধান
মাত্র ১ এমবির অসাধারণ একটি ই-বুক
এখানে
______________________________
পড়ুন, লিখুন, ভালো লাগলে শেয়ার করুন। আপনি উপকৃত হলে পেইজে লাইক পাওয়া আমাদের হক্ব। তাই পেজে লাইক ও শেয়ার দিতে ভুলেও ভুলবেন না।
বিষয়: বিবিধ
১১৪৩ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমরা কয়েক বছর ধরে বাংলাদেশে ইসলামী নববর্ষ পালন করছি । এবার আমরা ১৫ অক্টোবর ২০১৫ খৃস্টাব্দ মোতাবেক ১ লা মহররম ১৪৩৭ হিজরী তারিখ ইসলামী নববর্ষ পালন করবো । আশা করি আপনারাও আমাদরে সাথে একাত্মতা ঘোষনা করে নিজেদের ইমান ও আমলকে সুদৃঢ় করার পাশাপাশি দুনিয়া ও আখিরাতের কামিয়াবী হাসিল করবেন । বিস্তারিত জানার জন্য আমার এই লেখাটা পড়ুন : http://www.today-bd.net/blog/blogdetail/detail/1864/fakhrul/63998#.VSySy_D4bCA
ধন্যবাদ ।
মন্তব্য করতে লগইন করুন